Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা:রোজ নামচাকলমে: বিমান বিশ্বাসতারিখ:৩১_০৩_২০২১
দুর্ভিক্ষের হাহাকার!হিজলের বনে অমাবস্যার রাতে শুনি,শুনি আমি পেঁচার ডাক।যেন ছিঁড়ে খাবে ভাগ্যকূল সমগ্ৰ লীলাভূমি!
অগণিত মৃত্যু অসুখের মিছিলে ভাঙে,স্বপ্নের ভিড়ের র…সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা:রোজ নামচা

কলমে: বিমান বিশ্বাস

তারিখ:৩১_০৩_২০২১


দুর্ভিক্ষের হাহাকার!

হিজলের বনে অমাবস্যার রাতে শুনি,

শুনি আমি পেঁচার ডাক।

যেন ছিঁড়ে খাবে ভাগ্যকূল সমগ্ৰ লীলাভূমি!


অগণিত মৃত্যু অসুখের মিছিলে ভাঙে,

স্বপ্নের ভিড়ের রমরমা।

শুনতে চাই কান পেতে, 

কোকিলের গান ফাগুন হাওয়ায় ভেসে।

কিন্তু পলাশের বনে ডাকে না আর কোকিল,

হাহাকারে ভেসে আসে নিশ্চুপ খিদের কলোরব।

দেখি চেয়ে;

ভাঙাচোরা শরীরে কাঁপে ক্ষুধার দেবদূত।


হাসতে বলে বসন্ত সমীরণ,

পল্লবে পল্লবে শুনি বৈশাখের আগমনী সুর!

 

        মন্বন্তর আর মন্বন্তর

দুর্ভিক্ষের পীড়িত ঠোঁট পায় না,

পায় না গ্ৰাস আচ্ছাদনের তৃপ্ত সুখ।

সবুজের অহমিকায় দেখি কাঠফাঁটা চৈত্রের দুপুর।


নীলিমা ছেয়ে আসে বৈষম্যের যমদূত,

অবজ্ঞার লালায়িত ছাপ আর ধন বৈষম্যের পদচারণা শুনি আনাচেকানাচে।

বৃহৎ অট্টালিকা গায়ে মাখে  রক্তের ছোপ 

কেড়ে নেয় সবই,

জ্বলে পুড়ে ছারখার হয় নবান্ন উৎসব।

মনে হয় যেন তা ছেঁড়া  ডিমের ওমলেট!


প্রতারণা দেয় উঁকি,

তারই ধারাবাহিকতায় শুনি 

গীতবিতানের অজস্র শব্দ রাশি ।

তবু হয়না দুর্ভিক্ষের সমাপ্তি,

সুমুখে চেয়ে দেখি 

প্রেমহীন জঞ্জালের ছড়াছড়ি।


ভিক্ষা মাগি একফালি বৈশাখের দুপুর

যদি একটু ভাসিয়ে দেয় টুটেফাটা মরুর বুকে একখানি সবুজ ঘাসের ক্ষেত,ব‍্যাঙাচির করুণ আর্তনাদ, ক্ষুধার্ত পেট,অজ্ঞানের অন্ধকার,রক্তঝরা শোষণ।

আর যা আছে মলিন এই ধরণীর বুকে।


নিঃসঙ্গ মনের নীরব জানলার কাছে জিজ্ঞেস করি,

এই বৈষম্য পাবে না কি সাম‍্যের বিধান!


বিশ্বাস করুন

গোলাপের পাপড়ির বেদনায় শুনি সেই

শুনি সেই নিপীড়িত ক্ষুধার হাহাকার।

আর শুনি 

দুঃখের কঙ্কাল আর বৈষম্যের কালো মেঘ।


Copyright © All rights reserved to Biman Biswas