Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি  সাহিত্য  যাপনপড়ন্ত বেলা। ডোনা সরকার সমাদ্দার 
সেদিন বৃদ্ধাশ্রমের হঠাৎ দেখি তোমায়। আজ সত্তরের কোঠায়  দাঁড়িয়ে আমি। গায়ে উঠেছে সাদা থান। চুল ও তার সতেজতা হারিয়ে বিবর্ণ ধূসর হয়ে উঠেছে। চোখেও ভালো দেখি না। চশমা আজ অলংকার…

 


সৃষ্টি  সাহিত্য  যাপন

পড়ন্ত বেলা। 

ডোনা সরকার সমাদ্দার 


সেদিন বৃদ্ধাশ্রমের হঠাৎ দেখি তোমায়। 

আজ সত্তরের কোঠায়  দাঁড়িয়ে আমি। 

গায়ে উঠেছে সাদা থান। 

চুল ও তার সতেজতা হারিয়ে

 বিবর্ণ ধূসর হয়ে উঠেছে। 

চোখেও ভালো দেখি না। 

চশমা আজ অলংকার হয়েছে। 

পায়ের থেকে লাঠির উপর নির্ভরতা বেড়েছে। 


কিন্তু বয়সের ছাপ মলিন করতে পারেনি তোমায়। 

তোমার ঠিকানা ও আজ এই বৃদ্ধাশ্রম!!


আমাকে দেখেই ডাকলে "ছানা"। 

বড় আদর করে ডাকতে আমায়। 

গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। 

দুজন তাকিয়ে দুজনের দিকে। 


সমাজ পরিবার মান্যতা দেয়নি সম্পর্ককে। 

দূরত্ব বাড়াতে বাধ্য হয়েছিলাম। 

বিয়ে হয়ে গেল অন্য কোথাও। 

দুজনেই পারিবারিক ব্যস্ততায় সব ভুলে গিয়েছিলাম। 


আজ দীর্ঘ 40 বছর পর। 

আবার মুখোমুখি দুজনে। 

ভগ্ন শরীরে। 

আজ দুজন বৃদ্ধাশ্রমের 

পাশাপাশি ঘরে রয়েছি। 

একে অপরের পরিপূরক হয়েছি। 

পারিবারিক অবহেলা আমাদের

দৈন‍্য করতে পারেনি। 

রিক্ত করতে পারেনি। 

সূর্যাস্তের মলিন আলোয়। 

আজ যে আমরা ভীষণ খুশি। 


হয়তো জীবনের শেষ দুই প্রহর। 

কাটাব একসাথে। 

যা জীবনের শুরুতে পায়নি। 

হয়ত নিয়তির এই ইচ্ছে। 

পরপারের ডাকে দেবো। 

একে অপরের সাথে।