Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন
"বুনো ফুলের আত্মকথা"  শম্পা গাঙ্গুলী ঘোষ
নাম না জানা বুনো ফুল আমি। অবহেলায়, অযত্নে বেড়ে উঠি পথের পাশে, বনের ধারে‌। ঈশ্বর আমাকে কোনো সুগন্ধ দেননি। নামহীন, গোত্রহীন তাঁর এই ছোট্ট সৃষ্টি কে প্রাণভরে শু…

 


#সৃষ্টি সাহিত্য যাপন


"বুনো ফুলের আত্মকথা"

  শম্পা গাঙ্গুলী ঘোষ

  


নাম না জানা বুনো ফুল আমি। অবহেলায়, অযত্নে বেড়ে উঠি পথের পাশে, বনের ধারে‌। ঈশ্বর আমাকে কোনো সুগন্ধ দেননি। নামহীন, গোত্রহীন তাঁর এই ছোট্ট সৃষ্টি কে প্রাণভরে শুধু রঙ দিয়েছেন...... নানারঙে বছরের বিভিন্ন সময় আমি বনজঙ্গলের শোভা বাড়াই। এখন বসন্ত, দখিনা বাতাসের স্পর্শে আমার ছোট্ট হৃদয়েও দোলা লাগছে, ইচ্ছে হচ্ছে আদরে সোহাগে ভেসে যেতে, মেতে উঠতে এই অপরূপ প্রকৃতির সঙ্গে। শুনলাম, গতকাল দোল উৎসব ছিল। রাতের আকাশে উঠেছিল চাঁদ........ মৃদু মন্দ  দখিনা বাতাস, শিমূল-পলাশ, অশোক সবাইকে নিয়ে ওরা মাতোয়ারা হয়েছিল........ ভুলে গিয়েছিল যে আমিও আছি সঙ্গে ঈশ্বরের সৃষ্টির অঙ্গ হয়ে। আবীরের ছোঁয়ায় একে অপরকে যখন রাঙিয়ে দিচ্ছিল, আমারও সাধ হচ্ছিল সেই রঙে নিজেকে ভাসিয়ে দিতে, তাইতো আজ ভোরের আলো পড়ার সাথে সাথে আমার রঙ আরো গাঢ় হয়ে উঠলো। অন্তর থেকে আরো রঙীন হয়ে আমি প্রস্ফুটিত হয়ে উঠলাম। আলাদা করে নাইবা চিনলে আমাকে, নাইবা ডাকলে আমায় কোনো বিশেষ নামে, নাইবা কোনো সুসজ্জিত তরুণীর খোঁপায় শোভা পেলাম আমি........ আমি কবিগুরুর বাণীতে বিশ্বাসী, কানপেতে শোনো.... একটু দাঁড়াও আমার পাশে, শুনতে পাবে  ঋষিকবির সেই শাশ্বত বাণী.....


" ফল ফলাবার আশা

              আমি মনে রাখিনি রে.....

   তাইতো আমি মুকুল ঝরাই

                দখিন সমীরে..."


আমি জানি বন্ধু, আমার অদৃষ্ট ওই শুকনো ঝরাপাতা দের মতই। ক্ষণিকের অতিথি আমি। বুঝিয়ে নিয়েছি নিজেকে এই ভেবে যে, গাছের সব শাখায় যেমন ফুল ধরে না, তেমনি সব ফুলে তো ফল ধরে না।এমনকি, পূজোর থালায় যতগুলো ফুল রাখা হয় সবগুলোই কি দেবতার চরণে পৌঁছায়? তাদের মধ্যে অনেকগুলোই পথের ধুলায় পড়ে যায় পূজোর থালি থেকেও। আমি ও সেইরকমই, শুধু একটাই অনুরোধ যে একেবারে ভুলে যেওনা আমায়...... মনে রেখো, তোমাদের বসন্তদিনে একফোঁটা হলেও রঙের ছোঁয়া এনেছিলাম তোমাদের জীবনে সাধ্যমত। আজ তবে বিদায়.... আসি বন্ধু।


04/04/2021

সুরাট, গুজরাট