Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা: রুক্ষ মরীচিকাকলমে: বিমান বিশ্বাসতারিখ:১১_০৪_২০২১
প্রতারণা করেছি, প্রতারিত হয়েছি!তাই সে না বলেই চলে গেলো,একাকী আমায় ফেলে পুষ্পময় রথে চেপে নীলিমার বক্ষে আগল তুলে দূর পরবাসে ।
তাই;উষর জীবনে নেই আর ঘুম,শুধু…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা: রুক্ষ মরীচিকা

কলমে: বিমান বিশ্বাস

তারিখ:১১_০৪_২০২১


প্রতারণা করেছি,

 প্রতারিত হয়েছি!

তাই সে না বলেই চলে গেলো,

একাকী আমায় ফেলে পুষ্পময় রথে চেপে নীলিমার বক্ষে আগল তুলে 

দূর পরবাসে ।


তাই;

উষর জীবনে নেই আর ঘুম,

শুধু জমে আছে ব‍্যথার মেদ

সমস্ত হৃদয় জুড়ে।


আজো আমি তাকে খুঁজি

পাখিদের নীড়ে,বিষন্ন গোলাপের পাপড়ির ভাঁজে ভাঁজে!

খুঁজি তাকে পাতার মর্মর ধ্বনিতে,

জ‍্যোৎস্নার রাতের তারাদের মাঝে।


আমি আজো ভাবি

করেছি কতো যে খুনসুটি,

গঙ্গার কুলকুল ধ্বনিতে মেলেছি মনের ডানা।

ভিজেছি কতো রুক্ষ রোদ্দুরে!


আমার না আজো শরতের সেই ভোরের কথা ভীষণ মনে পড়ে;

নোঙর ফেলা ট্রেনের কামরায় দু'জনের সেই প্রথম দেখার নিসর্গ ভালোবাসার স্পর্শের ধ্বনি,

কানে বাজে তার দেওয়া প্রত‍্যাখানের রক্ত ঝরা রুদ্র বাণী।


সবই যেন আজ কান্না ভেজা মরুর প্রান্তর!

তবুও ছেড়ে যাওয়া তার ইচ্ছা হীন ভালোবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, 

বেঁচে থাকতে চায় মনের জানালা কিছুটা সময়।


মনে মনে ভাবি;

যদি এক টুকরো বরফ পেতাম,

জ্বলে জ্বলে পুড়ে যাওয়া হৃদয়ের প্রতিটি তক্তপোষে দিতেম  একটু হীমের পরশ।


ভেঙে যাওয়া হট্টোগোলে চোখ রাঙায় ঢুলুঢুলু হৃদয় আমার,

তবুও প্রত‍্যাশা রেখে যায় স্মৃতির নদী।

যে চলে গেছে! 

সে যদি ফিরে আসে,

ফিরে আসে অপ্রেমের মহামারীর ফাগুন হাওয়ায়।


Copyright © All rights reserved to Biman Biswas