Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকলমে : দেবযানী ঘোষালশিরোনাম : বিষন্ন কালাদিন18th April, 2021
ওরা ভাল থাকতে দিল না।একটু সতর্ক থাকতো যদি।যদি মানতো একটু নিয়ম।তবে বুঝি আবার ফিরতো নাএমন নিষ্ঠুর ভয়াবহতা।ওরা জানে না কর্মহীনের নিঃসঙ্গতা।ওরা অনুভব করে…



 সৃষ্টি সাহিত্য যাপন

কলমে : দেবযানী ঘোষাল

শিরোনাম : বিষন্ন কালাদিন

18th April, 2021


ওরা ভাল থাকতে দিল না।

একটু সতর্ক থাকতো যদি।

যদি মানতো একটু নিয়ম।

তবে বুঝি আবার ফিরতো না

এমন নিষ্ঠুর ভয়াবহতা।

ওরা জানে না কর্মহীনের নিঃসঙ্গতা।

ওরা অনুভব করেনি ক্ষুধার কি জ্বালা।

ওরা দেখেনি অকালে চলে যাওয়া

অভিশপ্ত পরিবার।

ওরা খেয়ালই করেনি

অভিশপ্ত পরিবারের একাকিত্বের অসুখ।

শুনতে পায়নি ওরা

হাহাকারময় বসুধার বুকফাটা কান্নার রোল।

চেতনাহীন দম্ভে ওরা আবার ফিরিয়ে দিল

সহস্র সহস্র অকাল লাসের স্তুপ।

অনুভূতিহীন মনুষ্বত্ব দেখবে

আবারও অবাক সেই জ্বলন্ত স্বর্গদ্বার।

নীল সাগরে ভেসে যাবে বুঝি

মোক্ষ লাভের পূণ্য।

হয়তো কখনো দেখবো আবার

শূণ্যতার অবসাণ।

উদিত হবে কোন নতুন প্রভাত

গাইবো মোক্ষের জয়গান।।