Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

"সৃষ্টি সাহিত্য যাপন"
শোনো          মনোজ কুমার রথ--------------------------------------------------------------
সুপ্ত কথাগুলো তপ্ত সময়ে আশ্রয় খোঁজে   তোমার ছায়ায়,  আঁচল মেলে ধর...  স্নিগ্ধতা মেখে মন্ত্রমুগ্ধের মতো তোমায় দ…

 


"সৃষ্টি সাহিত্য যাপন"


শোনো

          মনোজ কুমার রথ

--------------------------------------------------------------


সুপ্ত কথাগুলো তপ্ত সময়ে আশ্রয় খোঁজে 

  তোমার ছায়ায়,

  আঁচল মেলে ধর...

  স্নিগ্ধতা মেখে মন্ত্রমুগ্ধের মতো তোমায় দেখি...

  পান পাতার মতো মুখ,

  পদ্মকলি চোখে দু-দু'টো মহাসাগর!

  অন্য তিনটে না হয় অন্যদের চোখে থাক্,

  খুঁজে যদি পায় অন্য কোন জন।


  রুক্ষতা তোমায় স্পর্শ করতে পারেনি কখনও,

  সুক্ষতা-    সে তো কবিতার মতোই,

  বুভুক্ষু হৃদয় আজ অনাহুত;

  খুলেছ দেখি দ্বার...

  খুলেই রেখেছ চিরন্তন প্রেমিকের জন্য!


   বন্য মানুষের ভীড়,

   হিংস্রতা সে হায়নাকেও হার মানায়!

   ইচ্ছেরা বলে পুরো অন্য রকম হই;

   প্রেম পন্য নয়,

   সে পূণ্য বলেই জানি...

   গহীন অরণ্যে হারিয়ে যাচ্ছে সবাই,

   বৃক্ষহীন স্বকীয় সক্রিয় অন্ধকার!!


   কত আলো তোমার,

   কত লাবণ্য!

   অতিথি সুনীতির উত্তরাধিকারী;

   একটু আঁচল মেলে ধর...

   উপরে আঁচল,

   নীচে সবুজ মখমল,

   মাঝখানে তুমি আর আমি...

   সবার উপরে উদার আকাশ।


   একটু আঁচল মেলে ধর,

   তাকিয়ে থাকো অনিমিখ অনন্তকাল...

   সওদাগর হয়ে জাহাজ ভাসিয়ে দিই,

   সহস্র জন্মের জন্য সওদা আছে মন।


                                   ***   ***

(18-04-2021)             ম.কু.র.   (৪ বৈশাখ,১৪২৮)