Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
ঘুমশুভঙ্কর মজুমদার
শুয়ে শুয়ে ভাবি শান্তি সুখেইঘুমাবো আমি আজ। ভয় হয় মনে, ঘুম ভেঙে দেখিযদি না থাকে কোনো কাজ। শান্তির আশায় ঘুমিয়েছি আমিসুখের আশায় নয়। সুখ চাও যদি কাজ জরুরিফকোটিয়া খাওয়া নয়। তাই মনে ভয় হয়…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


ঘুম

শুভঙ্কর মজুমদার


শুয়ে শুয়ে ভাবি শান্তি সুখেই

ঘুমাবো আমি আজ। 

ভয় হয় মনে, ঘুম ভেঙে দেখি

যদি না থাকে কোনো কাজ। 

শান্তির আশায় ঘুমিয়েছি আমি

সুখের আশায় নয়। 

সুখ চাও যদি কাজ জরুরি

ফকোটিয়া খাওয়া নয়। 

তাই মনে ভয় হয়, 

কাজ যদি চলে যায়। 

কাজ কাজ করে ছুটে মরি

কাজ বা কোথায় আছে। 

কাজের জন্য মানুষ ঘুরছে

মানুষের পাছেপাছে। 

শিক্ষা আজ পণ্য হয়ে

ঘোরে সকলের দ্বারে দ্বারে। 

পায়সা থাকলে ডিগ্রি জোটে

কাজ জোটে ঘরে ঘরে। 

সুখে আছে সব মমানুষ-ই

সুখি তাঁদের শত্রু। 

শান্তির তাই ঘুম চেয়েছি

সময় দিও একটু।