Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহতাবপুর যুবকবৃন্দ ক্লাবের উদ্যোগে গ্রীষ্মকালীন রক্তদান শিবির

প্রতি বছরের মতো এবছরও গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহররে মহাতাবপুর যুবকবৃন্দ ক্লাব। ক্লাবের পরিচালনায় রবিবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির।সুবল চন্দ্র পাখিরার স্মৃতিতে উৎসর্গীকৃত এই র…

 


 প্রতি বছরের মতো এবছরও গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহররে মহাতাবপুর যুবকবৃন্দ ক্লাব। ক্লাবের পরিচালনায় রবিবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির।সুবল চন্দ্র পাখিরার স্মৃতিতে উৎসর্গীকৃত এই রক্তদান শিবির এবারে ৩৭তম বর্ষে পা দিল । রক্তদাতাদের উৎসাহিত করতে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা,বরুণ বিকাশ দে, চিকিৎসক ডাঃ অনুরূপ পাখিরা, ডাঃ স্বরূপ শতপথী, আইনজীবী দেবকুমার পান্ডা, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজসেবী সৌমিত্র চক্রবর্তী প্রমুখ।


 ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুব্রত পাহাড়ী,অবন্ধ পাখিরা,সৌরভ পান্ডা,অর্ঘ্য চ্যাটার্জী সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্ঘ্য চ্যাটার্জী। এদিনের শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট ৭১ (একাত্তর) জন রক্তদাতা রক্তদান করেন।রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাডব্যাংক কর্তৃপক্ষ।