Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতাবিভাগ--কবিতাআলোর খোঁজে মালা সেন দে 8.4.2021
হয়তো প্রতীক্ষা হবে দীর্ঘ , তবু ভেঙে পড়বো না , প্রতিদিন একটু একটু করে ভাঙি গড়ি । মুঠো মুঠো আলো আকাশের বুকে , একমুঠো আলো আনবো রাতের আকাশ থেকে । একখণ্ড কালো মেঘে আলো ঢেকে য…

 


দৈনিক প্রতিযোগিতা

বিভাগ--কবিতা

আলোর খোঁজে 

মালা সেন দে 

8.4.2021


হয়তো প্রতীক্ষা হবে দীর্ঘ , 

তবু ভেঙে পড়বো না , প্রতিদিন একটু একটু করে ভাঙি গড়ি । 

মুঠো মুঠো আলো আকাশের বুকে , 

একমুঠো আলো আনবো রাতের আকাশ থেকে । 

একখণ্ড কালো মেঘে আলো ঢেকে যায় , 

কিছু সুখ হারিয়ে যায় অন্ধকারের গহ্বরে । 


হলুদ খামে আসে আলোর চিঠি পৃথিবীর ডাকঘরে , 

অন্ধকারে লেখা যত চিঠি হারিয়ে যায় বড় তাড়াতাড়ি । 

ওই দূর থেকে আসছে আলোর জ্যোতি , 

তুমিও এসো , আমি যাচ্ছি আলোর কাছে । 

একটা আলোর ঘর চাইবো আমার জন্য , থাকবো সবাই মিলে , 

লন্ঠনের কাঁচ গন্ধ মনকে পোড়ায় , 

আঁধারের বিষাদ রাত ছিঁড়ে ফেলে রক্তাভ ক্রোধে । 


চলার পথে হঠাৎ যদি নেভে আলোর বাতি , 

ভয় পাব না , আমরা চলবো আলোর খোঁজে । 

পাহাড় চূড়ার ওপরে আছে আকাশের বাতিঘর , 

কোনোদিন কিছুই চাইনি আমি , তুমি তো কৃপণ নও । 

তুমি আলো ছড়াও নতুনের যাত্রা পথে , 

তোমায় আমায় মিলে যাবো আলোর সন্ধানে পৃথিবীর বুকে ॥