Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#বিভাগ .কবিতা
"বদল আর বদলা "
হাতে একটু সময় পেয়েছি আজ আলমারি টা খুলতেই...হুড়মুড় করে শাড়িগুলো মুখে এসে পড়লো,
আরে এটা তো সেই আমার প্রিয় হলুদ টাযেটা আজ কুড়ি বছর এই আলমারিতেই বন্দী!!ছুঁয়ে পর্যন্ত দেখিনি তারপর,
খুব যত্ন করে 
আমার …

 


#বিভাগ .কবিতা


"বদল আর বদলা "


হাতে একটু সময় পেয়েছি আজ

 আলমারি টা খুলতেই...

হুড়মুড় করে শাড়িগুলো মুখে এসে পড়লো,


আরে এটা তো সেই আমার প্রিয় হলুদ টা

যেটা আজ কুড়ি বছর এই আলমারিতেই বন্দী!!ছুঁয়ে পর্যন্ত দেখিনি তারপর,


খুব যত্ন করে 


আমার পাঁচ বছরের বিবাহ বার্ষিকী তে

শাড়িটা ওর টাকা থেকেই কেনা |


অসহ্য অসহ্য লাগে এই হলুদ টা

টাকা টা নষ্ট করলে!!

বুঝতেই পারিনি কারণটা..


অনেক পরে নিজেই আবিষ্কার করেছিলাম,

ছবিটা বরাবরই ও খুব ভালো আঁকে...

একই হলুদ রঙা শাড়িতে

মেয়েটাকে দুর্দান্ত ফুটিয়ে তুলেছিল তুলির টানে..


একটা ছবির এক্সজিবিশন

বিভিন্ন জায়গা থেকে মানুষ জন

আসবে এটাইতো স্বাভাবিক,

গাড়ি থেকে নেমে এলো

এক মহারানী,উহ্য থাক নাম টা আজ না হয়....


ছবি গুলো দেখতে দেখতে

হঠাৎ চোখ পড়লো

সেই হলুদ রঙা শাড়িতে মেয়ে টাকে...

রাগে অগ্নিশর্মা,নিজের সাথে দেখলেন একদম একই হলুদ রং...


একজন সামান্য আর্টিস্ট

সে কিনা.....

প্রতিপত্তিশালী মেয়ে টি,

নিজের চটি ছুঁড়ে মারলো

ছবিটার মুখে....


হতবাক সব্বাই আর শিল্পী

আমার বর!!চুপ করে মাথা নিচে¡¡


তারপর আর তুলি ধরেনি

কোনোদিনও....


আজ সেই ছবি আবার ও ফুটে উঠলো!!


তাড়াতাড়ি শাড়িটা তুলে কোনোরকমে আলমারিতে গুঁজে দিলাম...


রেখে দিয়েছি আজও সযত্নে

কেন??

এ প্রশ্নের উত্তর একটাই

খবর পেয়েছি,

সেই সেদিনের ওই প্রভাবশালী

মেয়েটি আজ নিজেই তলানিতে

ছবির এক্সজিবিশন করবেন

সেই একই জায়গায়...

দিন গুনছি....আমি

শুভদিনে যাতে আমি এই হলুদ শাড়িটা পড়ে

টাকার বিনিময়ে আমি বলতে পারি

আমাকে আঁকুন প্লিজ

যত টাকা লাগবে আমি দেবো


পুষে রেখেছি সব অপমান,লাঞ্ছনা

 শোধ তুলবো সুদে আসলে |


     🌹🌹🌹🌹🌹কলমে ইন্দু (21.5.2021)