Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ--কবিতাশিরোনাম--শৈশব হারিয়েকলমে--জয়া গোস্বামী২১/০৫/২০২১
আমি আজ শৈশবে হারিয়ে যেতে চাই !রূপ কথার দেশে যেখানে তোমায় পাই!!রাজপুত্রের বেশে ....
কবিতার পাতায় লিখবো সেদিনে!রূপকথার গল্প ,আবিরের রঙিন দিনে!যে…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ--কবিতা

শিরোনাম--শৈশব হারিয়ে

কলমে--জয়া গোস্বামী

২১/০৫/২০২১


আমি আজ শৈশবে হারিয়ে যেতে চাই !

রূপ কথার দেশে যেখানে তোমায় পাই!!

রাজপুত্রের বেশে ....


কবিতার পাতায় লিখবো সেদিনে!

রূপকথার গল্প ,আবিরের রঙিন দিনে!

যেন তোমায় মেশে....


ঠাকুরমা ঝুলির গল্প আজ কেবল আসে মনে!

পক্ষীরাজ ঘোড়ার টগবগিয়ে আওয়াজ আসছে কানে

সেই স্বপ্নপুরীর দেশে....


আমার রাজকুমার নিয়ে যাবে  ছুটিয়ে!

ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমী চাইবে ড্যাবডেবিয়ে !

আমি চাবো হেসে....


রাখবো আমি লিখে, রূপকথার দেশের কথা .

প্রশ্ন করবে অবাক হয়ে তুমি কোথা পেলে গাঁথা!

মনে আসে ভেসে....


কোথায় রূপকথার দেশ তোমার চলো যাই

নীলকমল লালকমল আজও ঘুমন্ত যে পাই

ঘুম ভাঙানোর আশে....


রাজকন্যার কপালে কে ঠেকাবে সোনার কাঠি?

আনবে ডুব দিয়ে প্রানভ্রমরা তুলে কোন সাথী!

পরান মোর পরশে....


কোন অতলে আছে সে লুকিয়ে ?

সব উত্তর অজানা নেই কে দিবে বলিয়ে!!

অতলের তলাশে....


ইচ্ছে করে ঠাকুমার ঝুলি আবার খুলে বসতে!

দুজন মিলে আবার যাবো রূপকথায় ভাসতে!

আছো কোন দেশে....


ভালোলাগে না মাগো এসব আর কিছু দেখতে!

এই পৃথিবীর পৃষ্ঠে....


শৈশবটা আজ গিয়েছে কেমন করে চুরি!

সবাই আজ যাঁতাকলে করছে জড়াজড়ি!

নাচে না উল্লাসে....


রঙিন শৈশব হরণ করেছে নেই তো সেই গান!

চারিদিকে শুধুই উত্তেজনা টানটান

মরি যে তরাসে....


শুকতারা চাঁদমামা না পড়লে ঘুম আসতো না সেই দিনে...

বইগুলো কেমন বদলে গেল ডিজিটালের টানে

নেটওয়ার্ক আসাতে...


কোথায় আজ চলে তেপান্তরের মাঠটা !

হয়েছে এখন সবার অজানা কমিকের পাঠটা

মরি যে আজ হতাশে....