Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

তুমি অবেলায় এলেকলমে- শৈলেন মন্ডল২১/০৫/২০২১
তুমি বড্ড অবেলায় এসে পড়েছো হৃদয় আঙিনায়। অনাবিল আনন্দ কবেই ফিকে হয়ে আছে তোমার শুন্যতায়।
মনের আঙিনায় সাজিয়ে রেখেছিলাম কতোই না ভালোবাসার গোপন অঙ্গীকার।
কতোই না সাজিয়েছিলাম কল্পনার রঙে আমার হৃদ…

 


তুমি অবেলায় এলে

কলমে- শৈলেন মন্ডল

২১/০৫/২০২১


তুমি বড্ড অবেলায় এসে পড়েছো হৃদয় আঙিনায়। অনাবিল আনন্দ কবেই ফিকে হয়ে আছে তোমার শুন্যতায়।


মনের আঙিনায় সাজিয়ে রেখেছিলাম কতোই না ভালোবাসার গোপন অঙ্গীকার।


কতোই না সাজিয়েছিলাম কল্পনার রঙে আমার হৃদয়ের উঠোন জুড়ে আল্পনাময় কবিতা।


কতো কবিতায় তোমায় লিখেছিলাম এ জন্মের না পাওয়ার বেদনার হাহাকার।


তুমি বড্ড অবেলায় এসে পড়ছো জীবনে আমার।


কতোই না প্রত্যাশা করে শত আলোকবর্ষ দূরেও তোমার জন্য অপেক্ষায় থাকবো আমি ভালোবাসার সঙ্গীন হতে।


তুমি আসবে বলে ভালোবাসার দরজায় আগল খুলে রেখেছিলাম অবিরাম।


দখিনা বাতাসের পরিবর্তে এলো দুরন্ত কালবৈশাখীর ঝড়,যা সব তছনছ করে চলে গেল আর কাব্যের উঠোনে কবিতার পাতাগুলো সব ওলট পালট করে দিয়ে গেল।


সারি সারি শুকনো হলদে ঝরাপাতাগুলো উঠোনময় জঞ্জালস্তুপ বানিয়ে চলে গেল।


এতো ঝড় ঝাপটা উপেক্ষা করেও তোমার ভালোবাসার অমোঘ টানে বিপর্যস্ত জয়ে অপেক্ষায় আছি।


তবুও তুমি বড্ড অবেলায় এসে পড়েছো আমার বিটপী লতার মঞ্চে।


তোমার ডাকে বড্ড অবেলায় ঘুম ভাঙ্গলো আমার।


তোমায় যখন চেয়ে দেখলাম তখন দেখলাম কবেই বসন্ত বিদায় নিয়ে চলে গেছে। 


পলাশ কৃষ্ণচূড়ারা কবেই রঙ ত্যাগ করে ফিকে হয়ে গেছে। পাপড়িরাও ঝরে পড়েবগেছে।


ঝরে যাওয়া পাতার মতো আমিও এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজেছি তোমায় কাছে পেতে।


কাছে পেতে তোমায় কতোই না রুদ্ধ দুয়ারে কড়া নেড়েছি।


তোমার আশার অপেক্ষায় কতোই না রাত বিনিদ্রভাবে কাটিয়েছি, রঙীন স্বপ্নে বিভোর হয়েছি।


কতোই না সুখস্বপ্নের জাল বুনেছি,ছলছল চোখে প্রতিটি মুহূর্ত প্রমাদ গুনেছি মিলনের আক্ষেপ ভরা অভিমানে।


তবুও সেই এলে, তুমি বড্ড অবেলায় এসে পড়েছো।