Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

এখন যুদ্ধের সময় 
অমল কুমার বর্মন 
এখন যুদ্ধের সময় এসো ঘুরে দাঁড়াই, পূজার প্রদীপ নিয়ে দেবালয়ে,বিশ্বাসে হৃদয়েনিরাপদ দুরত্বে পা বাড়াই সামনে লড়াই।
হৃদয়ের আগুনে হই বিউভল, জল ভরভর চঞ্চলবাগিচার ফুলে কোলাহল,হই ঐশ্বর্যে সূর্যের বল।
   …

 


এখন যুদ্ধের সময় 


অমল কুমার বর্মন 


এখন যুদ্ধের সময় এসো ঘুরে দাঁড়াই, 

পূজার প্রদীপ নিয়ে দেবালয়ে,

বিশ্বাসে হৃদয়ে

নিরাপদ দুরত্বে পা বাড়াই সামনে লড়াই।


হৃদয়ের আগুনে হই বিউভল, 

জল ভরভর চঞ্চল

বাগিচার ফুলে কোলাহল,

হই ঐশ্বর্যে সূর্যের বল।


                             অঞ্জলি বাড়াই 

এখন যুদ্ধের সময় এসো ঘুরে দাঁড়াই।


সংশয় তিমিরে বুকে আলো জ্বালি

জলন্ত বৈভবে,

ভাইরাসের সামান্য মেমব্রেন ছিঁড়ে ফেলি

যুদ্ধের জাহাজে ফুলেল কাব্যে।


                            অঞ্জলি বাড়াই 

এখন যুদ্ধের সময় এসো ঘুরে দাঁড়াই।


ঐ যুদ্ধের রণদামামা ধ্বনিত, 

হইও না মনে প্রাণে অবনত;

এখন যুদ্ধের সময় এসো ঘুরে দাঁড়াই, 

জিততেই হবে এ অদৃশ্য লড়াই।


                              অঞ্জলি বাড়াই 

এখন যুদ্ধের সময় এসো ঘুরে দাঁড়াই।


১৭  মে  ২০২১