Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ : কবিতা শিরোনাম : হাড় হাভাতে কলমে : রবীন্দ্র নাথ ঘোষ১৭.০৫.২০২১
ওরা রাতের আঁধারে তুলছে হাই কোন মানে নাই-প্রশ্ন নাই,আর খিদে নাই , অসুখের খবর পাই !সারানোর দরকার নাই , সারলেই বাড়বে অভাব এবং ভিক্ষা চাওয়ার স্বভাব।
অবশেষে অবসন্ন …

 


বিভাগ : কবিতা 

শিরোনাম : হাড় হাভাতে 

কলমে : রবীন্দ্র নাথ ঘোষ

১৭.০৫.২০২১


ওরা রাতের আঁধারে তুলছে হাই 

কোন মানে নাই-

প্রশ্ন নাই,আর খিদে নাই , 

অসুখের খবর পাই !

সারানোর দরকার নাই , 

সারলেই বাড়বে অভাব 

এবং ভিক্ষা চাওয়ার স্বভাব।


অবশেষে অবসন্ন ক্লান্তির ঘুম 

বিকলাঙ্গ স্বপ্নের ধুম, 

পোড়ার গন্ধ পাই !

জাগানোর দরকার নাই , 

জাগলেই ভেঙে যাবে মন 

ওরা দেখুক স্বপ্ন 

আরো খানিকক্ষণ।


শুধুই চারিদিকে দেখতে পাই -

অস্তিত্বের স্তূপাকার ছাই ,

আমরা করি সভ্যতার বড়াই 

আমাদের কোন দায় নাই ?