Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা Cassiopeia-Literature-Magazine-Daily-Best-Writer-Honors

#শিরোনাম_অসহায়#কলমে_গৌরী_ঘোষ#তারিখ_৩_৫_২০২১*************************সৃষ্টি,      তোমার সাথে আজ মনের বেদনা জড়িত কথা গুলো ভীষণ বলতে ইচ্ছে করছে। গভীর যন্ত্রনায় আজ আমি খুব কাতর। মৃত প্রাণে শুধু চেয়ে দেখি চারি দিকে মৃত্যু প্রলয়।…

 


#শিরোনাম_অসহায়

#কলমে_গৌরী_ঘোষ

#তারিখ_৩_৫_২০২১

*************************

সৃষ্টি, 

     তোমার সাথে আজ মনের বেদনা জড়িত কথা গুলো ভীষণ বলতে ইচ্ছে করছে। 

গভীর যন্ত্রনায় আজ আমি খুব কাতর। 

মৃত প্রাণে শুধু চেয়ে দেখি চারি দিকে মৃত্যু প্রলয়। 

মা পায় না সদ্যোজাত শিশু কোলে,আবার শিশু পায় না জন্ম কোলে সুস্থ হয়ে বেঁচে থাকার নিশ্চয়তা।

কেবল শুনি বাতাসে প্রিয়জন হারিয়ে যাওয়ার আর্তনাদ।

এই সকল দুঃখের সাথে আরো কত বেদনা ঝাঁপিয়ে কেঁদে উঠে বুকের মাঝে।


দেখেছি শ্রমিকের নীরব বলী, দেখেছি ক্ষুদার্তের হাহাকার, আবার দেখেছি বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষ আশ্রয় হীন, জলমগ্ন জীবন, ভেঙ্গেছে ঘর উড়েছে চাল। দেখেছি মানুষের অমানবিক পিশাচি আচরণ, দায়িত্ব হীনতা,আর দেখেছি ক্ষমতার লড়াই। 


এই সকল কিছুর মাঝে হারিয়েছি জীবন যাত্রার সব স্বাধীন চাওয়া পাওয়া গুলোও। 

যেখানে এক ছুটে গিয়ে দরজায় একটা টোকা না দিয়েই অনাহাসে ঢুকে গিয়ে গলা মিলিয়ে পরিজনদের ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরতে পারতাম, 

আর একগাল হাসি,অজস্র কথার আদানপ্রদানে, ভালোবাসা গুলো সেজে উঠত নক্ষত্র পূর্ণ মহা আকাশের মত। 


আজ শূন্য আকাশে শুধু চেয়ে দেখি ভালোবাসা গুলো জ্বলন্ত। 

শ্বাস রুদ্ধ জীবন, পথে কোনো বাঁক নেয়, অস্রু কণার স্রোত, আর না ছোঁয়ার নিষেধাজ্ঞা।


 পার না তুমি?বলো না, পার না?

      সেই আগের মত পৃথিবী টা করে দিতে। থাকবে না বারন, রইবে বাঁধা, আর থাকবে না ভয়, আতঙ্ক। 


সেই ছোট বেলার কানামাছি খেলার মত। 

সেই চোখ বন্ধ করে আবারও বলবো আমরা কানামাছি ভোঁ,ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ।