Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম-যন্ত্রণার শিকারকলমে- মধুমিতা হালদারতারিখ-৩০/৪/২০২১
এই পৃথিবীর বুকে কতই না যন্ত্রণার আনাগোনাঅনেক দেখলাম, ভোগ করলাম। আদুরে আলাপে খুশিতে এই সুন্দর পৃথিবীতে বেশ তো.....ছিলাম।নিজেদের মতো করে গুটিয়ে বেঁচে ছিল…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম-যন্ত্রণার শিকার

কলমে- মধুমিতা হালদার

তারিখ-৩০/৪/২০২১


এই পৃথিবীর বুকে কতই না যন্ত্রণার আনাগোনা

অনেক দেখলাম, ভোগ করলাম। 

আদুরে আলাপে খুশিতে এই সুন্দর পৃথিবীতে বেশ তো.....ছিলাম।নিজেদের মতো করে গুটিয়ে বেঁচে ছিলাম। 

দ্বন্ধ কলহ কোনোটাই চুপচাপ ছিল না, 

আজ তো দেখছি সব শান্ত। 

               কেন? 

এমন রেষারেষি বিবাদ অত্যাচার যদি না হতো আজ হয়ত এই দিন দেখতে হতো না।পৃথিবী,...মানুষের এতো চাওয়া পাওয়ার কাছে হাঁপিয়ে উঠেছে।এই সুন্দর পৃথিবীতে কত না অরাজকতা, দিনের পর দিন মানুষ অনাহারে, কত নোংরামি, রাহাজানি, বলির পর বলি দেখেছি, আর কতো সহ্য করবে?? কেউ তো সুন্দর করে রাখতে পারিনি, শুধু খেলেছি আর অন্ধকারে ডুবিয়ে দিয়েছি। আজ পৃথিবী মুখ ফিরিয়েছে। 

             অশান্ত, 

কত আর্তনাদ কত সমাধি, কত চিতা দেখছি। আর ভরসা নেই।এখন পৃথিবী ক্ষিপ্ত। 

          কি চাইছো ? 

অসভ্য, বর্বর নরপশুদের মৃত্যু মিছিল দেখাও। 

তাদের ও চিতা যেন দাউ দাউ করে জ্বলে উঠুক এই শুভদিন দেখেই আমি মরতে চাই। 

সুন্দর পৃথিবীটা সুন্দরের পূজারী হোক। 

সুস্থ স্বাভাবিকতায় ফিরে আসুক। 

যেখানে কোন ধ্বংস থাকবে না। 

শুধুই সৃষ্টি থাকবে। বিশুদ্ধ নিশ্বাস নিয়ে যেন সুন্দর পৃথিবী গড়ে ওঠে।