Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনামঃ- আত্মনির্ভর ভারতবর্ষ কলমেঃ- শুভ নস্কর ০৩/০৫/২০২১ 
আত্মনির্ভর ভারতবর্ষ হাঁটছে, হেঁটেই চলেছে ক্লান্ত শরীর, ক্ষুধার্ত জঠর, রক্তাত্ব পায়ক্রোশের পর ক্রোশ মাইলের পর মাইলএক রাজা থেকে আর এক রাজা, একরাজ্যথেকে আর এক রাজ্যের সীমানা …

 


শিরোনামঃ- আত্মনির্ভর ভারতবর্ষ 

কলমেঃ- শুভ নস্কর 

০৩/০৫/২০২১ 


আত্মনির্ভর ভারতবর্ষ হাঁটছে, হেঁটেই চলেছে 

ক্লান্ত শরীর, ক্ষুধার্ত জঠর, রক্তাত্ব পায়

ক্রোশের পর ক্রোশ মাইলের পর মাইল

এক রাজা থেকে আর এক রাজা, একরাজ্য

থেকে আর এক রাজ্যের সীমানা পেড়িয়ে যাচ্ছে 

আত্মনির্ভর ভারতবর্ষ হাঁটছে , রক্তাত্ব পায়

এ ভারতবর্ষ গরীব, এ ভারতবর্ষ নিঃসহায় 


দিনের পর দিন রাতের পর রাত, ক্লান্তি অবসাদ

রাত পেরিয়ে সকাল দুপুর বিকেল, আবার রাত

দায়িত্বের ভারে ঘর ছাড়া,অভাব ছাড়েনা পিছু

দায়িত্বের ভারে কুঁজো হতে হতে, আজীবন ঘাড় নিচু


আত্মনির্ভর ভারতবর্ষ হাঁটছে, হাঁটতেই থাকবে 

মাটিতে মিশে যাবে, নয়তো পিশে যাবে 

মাঝ পথে প্রাণ গেলে নিয়ে যাবে শব গাড়ি 

ওদের কেউ নেই! কিছু নেই! হেঁটেই ফিরতে হয় বাড়ি 


ওরা অগণিত, ওদের সংখ্যায় যায় নাকো গোনা

শুধু তুমি কেন? কেউ কোনদিন ওদের আঁটকাতে

পারেনি, আজও পারবেনা 


ওরা বোঝেনা রাজনীতি। বুঝতে চায়নি কোনোদিন 

সাঁতারে পার হয়ে যায় ভাগীরথী প্রতিদিন

হতে পারে ওরা পরিযায়ী, আদিম অশিক্ষিত বর্বর

এ আমার ভারতবর্ষ, জন্ম থেকেই আত্মনির্ভর..


ছবি--- সংগৃহীত