Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা #তারিখঃ ৫/৫/২০২১#শিরোনামঃ অধিকার #কলমেঃ মধুপর্ণা বসু 
এটা খুব সত্যি জানি বয়ে যাওয়া জলকখনো থমকায় পায়ে আবার চলাচল হাতে ইচ্ছেকে জড়িয়ে ধরে ছায়াকে বলাওপাশে সরে দাঁড়াও, এখন পূর্ণ ষোলকলা। 
চৌদিকে কাঁচের স্বপ্ন ভাঙ…

 


#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা 

#তারিখঃ ৫/৫/২০২১

#শিরোনামঃ অধিকার 

#কলমেঃ মধুপর্ণা বসু 


এটা খুব সত্যি জানি বয়ে যাওয়া জল

কখনো থমকায় পায়ে আবার চলাচল 

হাতে ইচ্ছেকে জড়িয়ে ধরে ছায়াকে বলা

ওপাশে সরে দাঁড়াও, এখন পূর্ণ ষোলকলা। 


চৌদিকে কাঁচের স্বপ্ন ভাঙছে দিক বিদিক 

আয়নায় চেনা মুখ যা আদপে সরীসৃপ। 

নতুন করে রঙ বদল লাল থেকে নীল

কখনো গলায় ফাঁসী, না স্বখাতসলিল। 


পোড়া মুখ পোশাকের নীচে অস্থিরা জানে 

কেউ চাষা, শ্রমিক,বেকার মস্তানির মানে,

দূর থেকে যার মুখ লাগে চেনা অচেনা, 

তুমিও তাদেরই কেউ ভোটে আনাগোনা। 


একটা সংখ্যা,যেদিকে ঝুঁকে পড়ে মাথা

গলায় পা তুলে দেবে তোমারই সে ত্রাতা।

ভালোমন্দের ডাকে আলগোছে চোখ দাও

এই ভিটে, শুধু সাড়ে তিনহাত তুমি নাও।