Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা। আজকের লেখা। শিরোনাম-- আমি ও প্রকৃতি--কলমে-- ইন্দ্রাণী রাহা। ৩০/৪/২১/           "আমি ও প্রকৃতি"           ****************আজকাল এই এক হয়েছে । ঘুম আসতে চায় না । বাইরে অনেক রাত । আমি তাকিয়ে অন্ধকার দেখি …

 


দৈনিক প্রতিযোগিতা। 

আজকের লেখা। 

শিরোনাম-- আমি ও প্রকৃতি--

কলমে-- ইন্দ্রাণী রাহা। 

৩০/৪/২১/

           "আমি ও প্রকৃতি"

           ****************

আজকাল এই এক হয়েছে । ঘুম আসতে চায় না । বাইরে অনেক রাত । আমি তাকিয়ে অন্ধকার দেখি । খোলা এক পাটি জানলা দিয়ে হঠাৎ হঠাৎ ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে হাত বুলিয়ে দেয় , চুলটা একটু এলোমেলো করে দিয়ে যায় । কানে কানে বলে যায়---- ওগো মেয়ে তোমার চোখের কোলে জল জমেছে কেন , কেউ কি তোমায় কষ্ট দিয়েছে? ---- শুনে চমকে উঠি , বাতাস যা বোঝে আর কেউ কেন তা বোঝে না । মুখে হাসি এনে বলি--- না গো এ আমার বিলাসিতা। ছায়ার সঙ্গে যুদ্ধ করি তো তাই ছায়ার জন্যে চোখে জল আসে , যদি তার আঘাত লাগে!!!

স্বত্ব সংরক্ষিত। 

৩০/৪/২১/