Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

।। সুনির্মল বসুর কবিতা।।।। তুমি বলেছিলে।।
তুমি বলেছিলে, একদিন শ্রাবণের আকাশ হয়ে আমার জন্য রিমঝিম বর্ষা এনে দেবে,তুমি বলেছিলে, বসন্ত দিনে যখন দখিনা বাতাস বইবে, কৃষ্ণচূড়ার বন দুলবে মৃদুল হাওয়ায়, সেদিন তুমি বাসন্তী রঙের শাড়ি পরে…

 


।। সুনির্মল বসুর কবিতা।।

।। তুমি বলেছিলে।।


তুমি বলেছিলে, একদিন শ্রাবণের আকাশ হয়ে আমার জন্য রিমঝিম বর্ষা এনে দেবে,

তুমি বলেছিলে, বসন্ত দিনে যখন দখিনা বাতাস বইবে, কৃষ্ণচূড়ার বন দুলবে মৃদুল হাওয়ায়, সেদিন তুমি বাসন্তী রঙের শাড়ি পরে বাতাসে ভাসতে ভাসতে আমার কাছে আসবে,

তুমি বলেছিলে, দীঘার সমুদ্র সৈকত থেকে আমার জন্য শঙ্খ এনে দেবে,

তুমি বলেছিলে, নীল আকাশের নিচে শিমূল বনে যখন রঙয়ের আগুন ঢেউ তুলবে, সেদিন তুমি আমার সঙ্গে ছায়াবীথিতে হেঁটে যাবে,

তুমি বলেছিলে, নির্জন টিলা পাহাড় থেকে আমার জন্য পাহাড়িয়া বনফুল উপহার এনে দেবে,

তুমি বলেছিলে, দুধেল বনজ্যোৎসনায় তুমি সুপারি গাছের ছায়ার নিচে দিয়ে আমার সঙ্গে বড়দীঘির পাড় দিয়ে হেঁটে যাবে,

কতদিন হয়ে গেল, কতদিন, তুমি আসো নি,

কতদিন হয়ে গেল, কতদিন, তুমি কথা রাখো নি,

হেমন্ত দিন পেরিয়ে বসন্ত দিন এলো, বাতাসে দখিনা পবনের আগমনী বার্তা শুনলাম,

তুমি আসো নি,

চাঁদের পালকি চড়ে রাত এলো, কৃষ্ণচূড়ার দিনগুলো কেঁদে কেঁদে ফিরে গেল,

তুমি এলে না।