Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

"শ্রাবণধারা"রবীন্দ্রনাথ হালদার। কবিতা। 18/05/2021.......... .......................................চোখে বহে যদি শ্রাবণেরধারা, সহজ নয় তবে ভালোবাসার গভীরতা বুঝতে পারা। শ্রাবণকে ভালোবাসে বৃষ্টি যেমন, মেঘকে ভালোবাসে বৃষ্টি …

 


"শ্রাবণধারা"

রবীন্দ্রনাথ হালদার। 

কবিতা। 

18/05/2021.

......... .......................................

চোখে বহে যদি শ্রাবণেরধারা, 

সহজ নয় তবে ভালোবাসার গভীরতা বুঝতে পারা। 

শ্রাবণকে ভালোবাসে বৃষ্টি যেমন, 

মেঘকে ভালোবাসে বৃষ্টি তেমন। 

আকাশকে বুকে ধরে, 

বৃষ্টি হয়ে পড়ে ঝরে,

পৃথিবীর বুকে,

জানিনা কোন্ সে সুখে! 

জ্যৈষ্ঠের শুস্ক বুকে,

বারিষধারা নামে কোন্ সে সুখে ?

পৃথিবীর টানে, 

বর্ষা আনে, 

জানিনা কী আছে তার মানে ?

চাহি আকাশ পানে, 

মেঘেদের গানে, 

তবে কি আকাশ কথা বলে মেঘেদের কানে ?

কি জানি কেন যে মেঘগুলি ভেসে বেড়ায়  আকাশের গায় ?

তাতে তারা যে কি সুখ পায় ?

বুঝিনাকো হায় !

যেমন বোঝা সহজ নয় পারা, 

চোখে বহে কেন শ্রাবণের ধারা ?

পার্থক্য নিশ্চয়ই একটা আছে, 

শিখেছে মানুষ অভিজ্ঞতার কাছে।

সুখে-দুখে মানুষের চোখ ফেটে আসে জল, 

কিন্তু শ্রাবণের ধারা বয় মেঘমল্লার আর পৃথিবীর ভালোবাসার ফল। 

কান্না-হাসির কলতানে,

বোধ হয় ধরনী কেবল জানে, 

নিরবে কতকিছু যে হয় ! 

বুঝি পৃথিবীই সেকথা কানে-কানে কয়। 

পৃথিবীই শুধু জানে, 

শ্রাবণধারার সঠিক মানে। 

আমরা শুধু শ্রাবণকে ভালোবাসি, 

ঘনঘোর বর্ষা এলে চোখ মেলে হাসি। 

আবার বুকে যখন দুখের পাহাড় জমা হয়,

দু'চোখ বেয়ে তখন কেবলই অশ্রু,শ্রাবণধারা হয়ে বয়।