Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিষয়ঃকবিতা শিরোনামঃতুমি এবং আমার সাতকাহন কলমেঃজেরিন ইসরাত ন্যান্সি তারিখঃ১৮।৫।২০২১
তুমি এসেছিলে বলেই বসন্ত বহুদিন পর উঠোনের পলাশ গাছে দু'একটা ফুল ফুটিয়ে দিয়ে গেছে। তুমি এসেছিলে বলেই বর্ষা কালের ভর মৌসুমে  কাগজের নৌকা ভাসাতে খু…

 


বিষয়ঃকবিতা 

শিরোনামঃতুমি এবং আমার সাতকাহন 

কলমেঃজেরিন ইসরাত ন্যান্সি 

তারিখঃ১৮।৫।২০২১


তুমি এসেছিলে বলেই বসন্ত বহুদিন পর উঠোনের পলাশ গাছে দু'একটা ফুল ফুটিয়ে দিয়ে গেছে। 

তুমি এসেছিলে বলেই বর্ষা কালের ভর মৌসুমে  কাগজের নৌকা ভাসাতে খুব ইচ্ছে হলেো আজ।

তুমি এসেছিলে বলেই আম বাগানে সবুজ পাতার ফাঁকে রোদ্দুর হেসে ঝিলিক মেরে উঠলো যেনো, 

তুমি এসেছিলে বলেই ডাকপিয়নের কি যে  মতি হলো আমার ডাকবাক্সে ফেলে গেছে নীল খামের সুগন্ধি চিঠি দুখানা। 

তুমি এসেছিেলে বলেই তপ্ত দুপুরেও দুটি চোখে আধ টুকরো ঘুম বেভুলে ঝুলে রইল।

তুমি এসেছিলে বলেই শেষ বিকেলে রঙিন ঘুড়ির আকাশে আমারও ঘুড়ি উড়াতে সাধ জাগে ভীষণ ভাবে। 

তুমি এসেছিলে বলেই শীতের সকালে ঘাসের বনে আজ রঙিন ফুলের মেলা,

তুমি এসেছিলে তাই আজকাল আমি বেশ হেসে হেসে কথা বলতে শিখে গেছি। 

তুমি আছ বলেই কি স্বাদহীন ফিকে চায়ের কাপেও আয়েশ করে দিয়ে ফেলি দুএক চুমুক। 

তুমি এসেছো বলেই হয়তো সন্ধ্যা হলেই পাড়ার বেসুরো  গিটারবাদক কি করে যেনো সুরে গাইতে শুরু করে দেয়। 

তুমি এসেছো বলেই রাত হলেই চাঁদ তারা দল বেঁধে উঁকি দেয় আমার অলস বারান্দায়  পাতাবাহারের বিবর্ণ পাতায় পাতায়।

তুমি এসেছো বলেই আজ আর আমি আমি নেই আর হয়ে উঠেছি অজানা রাজ্যের মুকুট ছাড়া রাজকন্যা। 

তুমি এসেছো বলেই আমার সত্তা জুড়ে সবুজ আর সবুজ নেই কোথাও ধূসর মরুভূমি। 

তুমি এসেছিলে বলেই আমার বিষন্ন কবিতাগুলোর পঙক্তিময় আজ ভালোবাসা জড়ানো  শব্দ আর বর্নের আলোর মিছিল।