Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা /১৭-০৫-২০২১৷শিরোনাম ঃ তুমি চলে যাবার পরে ৷সৃজন ঃ গোপেশ  রায়। 
তুমি চলে যাবার পরেওশূন্য এঘর থেকে বাইরের ঝুলবারান্দায়সিঁড়িঘরের চাতালে তুলসি মন্দিরের উঠানেকতোবার যে যাতায়াত করেছি হিসেব রাখলেখাতা ভরে যেত ফুরিয়ে যেত রিফিলের কালি।

 


কবিতা /১৭-০৫-২০২১৷

শিরোনাম ঃ তুমি চলে যাবার পরে ৷

সৃজন ঃ গোপেশ  রায়। 


তুমি চলে যাবার পরেও

শূন্য এঘর থেকে বাইরের ঝুলবারান্দায়

সিঁড়িঘরের চাতালে তুলসি মন্দিরের উঠানে

কতোবার যে যাতায়াত করেছি হিসেব রাখলে

খাতা ভরে যেত ফুরিয়ে যেত রিফিলের কালি।


শূন্যতার হিসেব রাখেনি আকাশ এবং আমিও না ,

তবু এঘর থেকে ওঘর , ওঘর থেকে এঘর করেছি

খুঁজেছি তোমাকে , খুঁজছি তোমাকে খুঁজবো তোমাকেই ।


তোমার শব্দময় হেঁসেলের হাঁড়ি কড়াইতে এখন আওয়াজ নেই

উঠান তুলসি মঞ্চ আদরের দূর্বা গজানো লন

নিবিড় শূন্যতায় নীরবে ঘুমিয়ে আছে ...


॰॰॰


©গোপেশ রায় ৷মেদিনীপুর ৷ প.ব৷ ভারতবর্ষ ৷ 

তারিখ ঃ ১৭-০৫-২০২১|