Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

অনুপেক্ষণীয়কলমে - প্রদীপ সেন আগরতলা  -১৭/০৫/২১
কী মনে হয়? আমি ক্ষুদ্রকায়া, ক্ষীণস্রোতা, অপাংক্তেয়? ক্ষণস্থায়ী যৌবন আমার? তোমাদের ভাণ্ডারে তুলে দিতে কিছুও কি নেই? আমি তো নিজেই জানি আমি কী। পাহাড়ের বুক চিরে আমি কিন্তু নৃসিংহ অবতার।…

 


অনুপেক্ষণীয়

কলমে - প্রদীপ সেন 

আগরতলা  -১৭/০৫/২১


কী মনে হয়? 

আমি ক্ষুদ্রকায়া, ক্ষীণস্রোতা, অপাংক্তেয়? 

ক্ষণস্থায়ী যৌবন আমার? 

তোমাদের ভাণ্ডারে তুলে দিতে কিছুও কি নেই? 

আমি তো নিজেই জানি আমি কী। 

পাহাড়ের বুক চিরে আমি কিন্তু নৃসিংহ অবতার। 

পাথর কাঁকড় পারে কী রুখতে আমার ধারা? 

আমি কুরুক্ষেত্র রণাঙ্গণে তৃতীয় পাণ্ডব। 

আঘাতে আঘাতে ভাঙি পার। 

শৈবালদাম? আমার দুর্বার বেগে নেই তার স্থান। 

আমি উৎসজাত। মোহনার খবরে নেই মাথাব্যথা।

বর্ষায় দ্যাখোনি আমি হই নটরাজ?

আমি কী শুধুই মহাকাল? 

আমাতে সৃষ্টি, আমাতে স্থিতি, আমাতেই প্রলয়। 

আমি সৃষ্টির বার্তাবাহক। আমি চিরযোগী ভৈরব। 

আমি কিন্তু ঋণী নই সমুদ্রের কাছে।

আমি এক বাঁধনহারা ক্ষ্যাপা বাউল।

আমি গাই একাধারে জীবন আর মরণের গান। 

আমি চির পোষ-না-মানা এক নিয়মদ্রোহী 

চির বহমান আমি, আমি এক পাহাড়ি নদী।