Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ      : কবিতা শিরোনাম :  হৃদয় যখন মূর্তি হয়ে জেগে রয় দেবালয় গর্ভে...স্থান         : হাজারিবাগ ঝাড়খন্ড তারিখ     : ১৭/০৫/২০২১==================== সৃজনে     :  তা  প  স    পা  ল ====================চোখের দেখাই যদি সব ভালোবাসা …

 


বিভাগ      : কবিতা 

শিরোনাম :  হৃদয় যখন মূর্তি হয়ে জেগে রয় দেবালয় গর্ভে...

স্থান         : হাজারিবাগ ঝাড়খন্ড 

তারিখ     : ১৭/০৫/২০২১

==================== সৃজনে     :  তা  প  স    পা  ল 

====================

চোখের দেখাই যদি সব ভালোবাসা সুন্দর হতো

মন আর হৃদয়ের নাম যদি এক হয়ে যেতো,  

নামের এই যে নির্যাস তাও বোধহয় এক হতো.. না তা হয়নি, 

জিজ্ঞাসা চিহ্ন যতো বেশি সুন্দর আর বৃহৎ  হয়েছে 

তার আবেদন ততো বেশি রয়েছে... মন কি? হৃদয় কি? 

খুব সুন্দর হলেও হৃদয়ের আর মনের ভিতর অনেকটা পথ 

সে পথে যদি হেঁটে যেতে হয়, 

দূরত্বটা তবুও সত্য... 

আমি বলি মন হলো মন্দির, 

মতান্তরে বা মতানৈক্যে না গিয়ে 

হৃদয় হ'লো মন্দিরের মূর্তি...

জিজ্ঞাসা চিহ্ন তখন সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে কে বলেছে মূর্তি তো মন্দির ছাড়াও থাকতে পারে,

মূর্তিকে মন্দিরেই থাকতে হবে তার তো কোনো মানেই নেই.. না নেই, কোনো মানে নেই, ঘরেও থাকতে পারে গাছতলায় ও থাকতে পারে...

মূর্তি বিহীন মন্দিরের মূল্যায়ন পৃথিবীর বুকে সৃষ্টির প্রথম অধ্যায় থেকে খুঁজে পাওয়া যায় না,   

প্রেম হয়না হয়ে যায় ভাবনায়, 

ভাবনা যে নিজস্ব সত্তা বহন করে প্রতিনিয়ত প্রতিটি মূহুর্তে... 

মন উড়েছে উড়ুক নারে হৃদয়ের আকাশ জুড়ে, 

মন আর হৃদয় দুজনে দুজনার সম্পূরক পরিপূরক, 

হৃদয় যখন মূর্তি হয়ে জেগে রয় দেবালয় গর্ভে...।