Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা/৩০.০৪.২০২১৷ ®শিরোনাম ঃ বর্ণমালার সাজ ৷সৃজনে ঃ গোপেশ রায় ।
বর্ণমালা থেকে একটি একটি বর্ণ নিয়েইখেলা খেলি শব্দ গড়ার শব্দ ভাঙারকবে যেন শুরু করেছিলাম জন্মান্তরের খেলামনে পড়ে না আজো ।
আপন গুহার ভেতর নিরিবিলি গহ্বরেদাগ কাটি, আঁচড় ক…

 


কবিতা/৩০.০৪.২০২১৷ ®

শিরোনাম ঃ বর্ণমালার সাজ ৷

সৃজনে ঃ গোপেশ রায় ।


বর্ণমালা থেকে একটি একটি বর্ণ নিয়েই

খেলা খেলি শব্দ গড়ার শব্দ ভাঙার

কবে যেন শুরু করেছিলাম জন্মান্তরের খেলা

মনে পড়ে না আজো ।


আপন গুহার ভেতর নিরিবিলি গহ্বরে

দাগ কাটি, আঁচড় কেটে মাটি সরাই

গুহাচিত্রের আদল গড়ি শব্দমাছির সন্ধানে

ভেতরের স্বর দিয়ে রচি স্বরবিতান।


গুহা মানুষেরা আমাকে ঘিরে ধরে সহসা

জোড়া জোড়া চোখ জ্বলে, জানতে চায় কবে 

হবে অন্ধকার দিনের অবসান সূর্য্য ওঠা ভোর

উঠানে নেচে বেড়াবে আলোর ফাঁকে। 


আমার নিরুদ্বিগ্ন দুটো চোখ নিরুত্তর

ঠোঁট দুটো নড়তেই গুহা মানবরা উল্লাসে ফাটে

শুধু এইটুকু বুঝে নেয় মুক্তি আসন্ন

সময়ই বলবে সময়ের কথা ।


©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব৷ ভারতবর্ষ ৷

তারিখ ঃ ৩০-০৪-২০২১ ৷®