Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম -আঁজলা কলমে -মলয় চ্যাটার্জী তারিখ -১৭/০৫/২০২১
নদীটির পাহাড় ছোঁয়ার শখ ছিলো,নিজেকে শুদ্ধ করে আঁজলা ভরে জল রেখে যেতো নিয়ম করে। পাহাড়টির ঝর্নার গান ভালো লাগতো,সমস্ত হৃদয়ের শিরা উপশিরায় চলতো অপেক্ষা নদী।  ঝর্ণার জন্যে ফোটাতো বন…

 


শিরোনাম -আঁজলা 

কলমে -মলয় চ্যাটার্জী 

তারিখ -১৭/০৫/২০২১


নদীটির পাহাড় ছোঁয়ার শখ ছিলো,

নিজেকে শুদ্ধ করে আঁজলা ভরে জল রেখে যেতো নিয়ম করে। 

পাহাড়টির ঝর্নার গান ভালো লাগতো,

সমস্ত হৃদয়ের শিরা উপশিরায় চলতো অপেক্ষা নদী।  

ঝর্ণার জন্যে ফোটাতো বনফুল,  পাখিদের জলসা বসাতো নিয়ম করে;

প্রজাপতির ডানায় ডানায় ঢেলে দিতো আবির। 

ঝর্ণা সে বৃষ্টির কথা শুনতে চাইতো, 

রিম ঝিম তরলিত তরঙ্গে;  বৃষ্টির জন্যে হৃদপিন্ড শুকিয়ে বসে থাকতো সে।

 

হঠাৎই একটি ঊষর দিন- 


চুপিচুপি হানা দেয় উগ্র কালো জটা মেঘ, তীব্র তার চকিত চাহনি 

বীভৎস হাসিতে বিদ্যুতের ঘনঘটা;

মেঘ ভাঙা বৃষ্টিতে অশনি পর অশনি।


ঝর্ণা এক নিমেষে পাহাড় কে ছুড়ে ফেললো নদীতে,

পাহাড় বিদীর্ণ; বুকে পিঠে শিরা উপশিরায় নদীর খরতার চিহ্ন।


একটি বৃষ্টি দিনে-

ঝর্ণা এখন পাহাড়ের বুকে, পাহাড় নদীকে ভালোবেসে বৃষ্টির ঝুমুর গানে; 

আর নদী-

বুকে আজও পাহাড় পাহাড় গন্ধে সেই খরস্রোতা ।