Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

আমার প্রত্যয়ী স্বপ্নআদিত্য সেন 
বোঝার শক্তিটা আমায় করে উজ্জীবিত আলোকিছুটা পথ এগিয়ে ভাবছি আবার দাঁড়িয়ে আমার জীবনের অঙ্কিত প্রতিমূর্তিনিজেকে লজ্জিত করে নিজের কাছে বারবার নিজের চক্ষু নিজেই হরণ করি।
দেয়ালের গা বেয়ে অযাচিত শ্যাওলাচারিদি…

 


আমার প্রত্যয়ী স্বপ্ন

আদিত্য সেন 


বোঝার শক্তিটা আমায় করে 

উজ্জীবিত আলো

কিছুটা পথ এগিয়ে ভাবছি আবার দাঁড়িয়ে 

আমার জীবনের অঙ্কিত প্রতিমূর্তি

নিজেকে লজ্জিত করে নিজের কাছে বারবার 

নিজের চক্ষু নিজেই হরণ করি।


দেয়ালের গা বেয়ে অযাচিত শ্যাওলা

চারিদিকে 

অনুযোগে ক্লিষ্ট চোখের ভাষা

বোঝে না ঊষার মন

নৈঃশব্দের আলো মেখে

অশনি হাওয়ারা ভেড়ে নীরবে

যুগল-বন্দীর কোন সুর

ভাসে না আর।


সময়ে মিশে যাবে জঙ্গলী পথের শেষ প্রান্তে,

উঁকি দেবে আকাশে অচেনা মায়াবী চাঁদ

তোমার মায়াবী চোখের  রূপের গভীরে

দেখেছি নিস্পাপ আনন্দঘন অনুভূতির মৃত্যু অগণিতবার।


ষোড়শী যৌবন, 

ছটফটে মন আমায় করে তাড়া

ভালবাসা যার চোখে দেখেছি 

তারই আহ্বানে

চলেছি ছুটে অজানা পথে অচিন খেয়া পানে।

স্বপ্ন আছে চোখে

গড়ব আবার নূতন পৃথিবী

ও আমার প্রত্যাশার প্রত্যয়ী স্বপ্ন।