Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা রোগীকে সাহায্যের নামে টাকা আদায়ের নালিশ তমলুকের নার্সিংহোম অ্যাসোসিয়েশনের

কোভিড রোগী ও তাদের পরিবারের সদস্যদের  খাওয়ারের যোগান দেওয়ার খরচ হিসেবে তমলুকের একাধিক নার্সিংহোম ১০থেকে ১৫হাজার টাকা চেয়ে চাপ দেওয়ার অভিযোগ যুব  তৃনমূলের রাজ্য সহ সভাপতি পার্থসারথী মাইতির বিরুদ্ধে। শুধু টাকা চাওয়াই নয়, নার্সিংহোম…

 


কোভিড রোগী ও তাদের পরিবারের সদস্যদের  খাওয়ারের যোগান দেওয়ার খরচ হিসেবে তমলুকের একাধিক নার্সিংহোম ১০থেকে ১৫হাজার টাকা চেয়ে চাপ দেওয়ার অভিযোগ যুব  তৃনমূলের রাজ্য সহ সভাপতি পার্থসারথী মাইতির বিরুদ্ধে। শুধু টাকা চাওয়াই নয়, নার্সিংহোমে গিয়ে রীতিমতো গন্ডগোল,  গালিগালাজ এমনকি দাবি মত টাকা না দিলে নার্সিং হোম বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ। সাহায্য চেয়ে আবেদন করেছি, টাকা দেওয়ার জন্য কোনো চাপ দিইনি, সাফাই তৃনমুল যুব নেতার। প্রতিকার চেয়ে তমলুক থানায় অভিযোগ দায়ের পোগ্রেসিভ নার্সিংহোম ও হসপিটাল অ্যাসোশিয়েশনের। এমনকি এই নিয়ে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিকের সাথে বৈঠকও করেন বিভিন্ন নার্সিংহোমের মালিকরা। যদিও নার্সিংহোম মালিকদের তোলা অভিযোগ অস্বীকার করে পার্থসারথি মাইতি বলেন করোণায় আক্রান্ত বয়স্কদের বিনামূল্যে খাবার দেওয়ার জন্য আমরা সকলের কাছে ভিক্ষা চাইছি। যদি ওরা অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে আমি জনসমক্ষে ক্ষমা চাইবো। দল এই সব ঘটনা কোনো মতেই বরদাস্ত করবেনা, প্রতিক্রিয়া তৃনমূল জেলা নেতৃত্বর।