Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#কবিতা#শিরোনাম :এক ফালি চাঁদকলমে:শম্পা বিশ্বাস14/5/21
পবিত্র ঈদের আলোয় স্বপ্নকে কাছে পাওয়াবেলাশেষে তারা একই তরীর যাত্রী,অক্লান্ত বৈঠা বাওয়াপড়ন্ত সূর্যের রক্তিম আলোয় মসজিদের আজানের করুণ সুরেদূরে কোথাও মন্দিরের শঙ্খ ধ্বনি মিলেমিশে এ…

 


#কবিতা

#শিরোনাম :এক ফালি চাঁদ

কলমে:শম্পা বিশ্বাস

14/5/21


পবিত্র ঈদের আলোয় স্বপ্নকে কাছে পাওয়া

বেলাশেষে তারা একই তরীর যাত্রী,অক্লান্ত বৈঠা বাওয়া

পড়ন্ত সূর্যের রক্তিম আলোয় মসজিদের আজানের করুণ সুরে

দূরে কোথাও মন্দিরের শঙ্খ ধ্বনি মিলেমিশে একাকার সন্ধ্যা আকাশ জুড়ে

আজ লতিফার ঘরে হাঁড়ি চড়েনি,পোলাপান গুলো করুণ মুখে

লতিকা চাড্ডি পান্তা আর আলুভাতে দিল মেখে খাচ্ছে ওরা পরম সুখে

হাকিম বদ্দ্যি দিয়েছে জবাব আসিফের দেহ রক্তশূন্য

প্রতিমার চার বোতল রক্তে তার দেহ হলো পরিপূর্ণ

পাশাপাশি মাখামাখি শান্তিপূর্ণ সহবস্থানে

তারা নিত্যদিন জীবনযাপন করে স্বপ্ন বোনে।

বোশেখের শেষ রাতে এক ফালি চাঁদ দূরে

চৈত্রের আহ্বানে রবি জাগে আজানের সুরে

সবিতা শাবানা আলো আলিফ,নূর নন্দিনী

একসাথে বাঁধা তাদের ছেলেবেলার জীবন কাহিনী

ওদের সবার ঘরে আজ আলোর রোশনাই

শুভেচ্ছা বিনিময়,দাওয়াত পোলাও মাংস সেমাই

জাত ধর্ম মিলে মিশে একাকার

পবিত্র ঈদ দুর্গাপূজা বড়দিন,,তফাৎ নেই আর।