Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম- শ্যাম প্রীতি।কলমে- কবির আহম্মেদ।তাং- ২২/০৫/২০২১
 শ্যাম প্রীতি বুক জমিনে বইছে প্রেম দহন বড় জ্বালা - অপেক্ষার প্রহর বড় কঠিন কাঁদি নিশি রাতের বেলা।একাকিত্বের বেদন শহরে পুড়ে পুড়ে হইয়া গেছি কালা-পনেরোটি বছর …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম- শ্যাম প্রীতি।

কলমে- কবির আহম্মেদ।

তাং- ২২/০৫/২০২১


 শ্যাম প্রীতি বুক জমিনে বইছে প্রেম দহন বড় জ্বালা -

 অপেক্ষার প্রহর বড় কঠিন কাঁদি নিশি রাতের বেলা।

একাকিত্বের বেদন শহরে পুড়ে পুড়ে হইয়া গেছি কালা-

পনেরোটি বছর প্রতীক্ষা প্রহরে শুকায় প্রেম পুষ্পমালা।


  চাতক পাখির মত চাইয়া থাকি ফুরায়না কষ্টের বেলা- 

   বিরহ ব্যথার অথৈজলে ডুবে মরছি সদা সারাবেলা।

 পনেরো বছর সখীর প্রতীক্ষা পানে থাকি চক্ষু মেলিয়া-  

 দিন মাস বছর যুগের পরেও সখী আইলোনা ফিরিয়া।


  মনের জানালা বন্ধ করে কাঁদি নিশুতি রাতের বেলা -

শোকে দুঃখে ব্যথা বেদনে বুকটা হইছে ফালা ফালা।

  নিদয়া প্রাণসখী প্রেমময় প্রেম ভালোবাসা বুঝলোনা-

    ভালোবাসার কোমল চাদরের সুখ ভাগ্যে হলোনা।


  ইটের ভাটার দাউদাউ অনল জ্বলছে বুকের গহীনে-

     এত দুঃখ এত জ্বালা সয়না আর পোড়া মনে।

  দেহ প্রাণ উজাড় কইরা বাসলাম তারে কতো ভালো -

    সংসার ধর্ম অঙ্গার করে শ্যাম প্রীতিতে মজিলো।


   শব্দহীন শূন্যতা বিচ্ছেদ বিরহ বক্ষে ব্যথার গোধূলি -

   স্বামী সন্তান ত্যাগে সখী কৃষ্ণ প্রেমে বাজায় মুরলী। 

উনিশ বছর সংসার করে ছাত্রের সনে চলে কৃষ্ণ লীলা-

 শ্যামপ্রীতি দারুণ দহন আমার মনে বড় ভীষন জ্বালা।


   জ্বলছে আগুন ফাগুনে বিরহ ব্যথার দাহ অনলে -

     প্রমোদ তরী গেল ডুবে কৃষ্ণ প্রেমের জোয়ারে।

  শ্যামপ্রীতির অথৈজলে ডুবে সুখস্বপ্নের জীবন্ত মরণ-

 বিরহ ব্যথার সাইক্লোনে ছাড়খাড় হলো সংসার জীবন।