#কবিতা ।সৃষ্টি সাহিত্য যাপন।শিরোনামঃ কদমতলা।কলমে-ধ্রুব ব্রত দত্ত।পুনা মহারাষ্ট্র।২২/৫/২০২১
বাড়ি থেকে বেরিয়ে পুকুর পাড় ধরে এগিয়ে যাই,ডানদিকে প্রাইমারি স্কুল ছাড়িয়ে অধীরদার দোকান।আরো এগিয়ে ডাইনে মুড়ে একটা বিরাট কদমগাছ,কদমগাছ…
#কবিতা ।
সৃষ্টি সাহিত্য যাপন।
শিরোনামঃ কদমতলা।
কলমে-ধ্রুব ব্রত দত্ত।
পুনা মহারাষ্ট্র।
২২/৫/২০২১
বাড়ি থেকে বেরিয়ে পুকুর পাড় ধরে
এগিয়ে যাই,
ডানদিকে প্রাইমারি স্কুল ছাড়িয়ে
অধীরদার দোকান।
আরো এগিয়ে ডাইনে মুড়ে একটা
বিরাট কদমগাছ,
কদমগাছ ছাড়িয়ে সোজা আরো
দূরে বিশ নম্বর রেলগেট।
কদমগাছটা মনের দরজায় টোকা
দেয় বার বার,
হলুদ ফুটন্ত ফুল টেনিস বলের মত
ডালে দোলখায় বারম্বার।
ফুলের মৃদু মধুর সুবাসে মাতোয়ারা
চারিধার,
রোজই দু একটা ফুল ঘরে নিয়ে
যাওয়ার করতাম প্রয়াস।
কদমগাছের তলায় রোজ খেলতাম
তার ছায়ায়,
রোজ কত পথিক চেনা অচেনা করতো
আনাগোনা গাছ তলায়।
কেউ কেউ ক্ষনকাল দেখতো মোদের
হয়ে আনমনা,
কেউ কেউ চেনা লোক এই পথেই
করতো আনাগোনা।
একদিন বিস্ময়ে দেখি আমার ভগবান টলিতে টলিতে আসিলেন এই পথ ধরি,
ভাবিলাম মনে মনে আমার ভগবানও কি হায় বেঁধেছে বিশ নম্বরে তার তরী।