Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম : সুখজাগানিয়া অনুরণনকলমে : সোমা বসুমল্লিকতারিখ :  ৪/৪/২০২১
বেশকিছুদিন হলো অহমিকার আগুণে জ্বলেপুড়ে তুমি হারিয়ে গেছো কল্লোলিনীর জনস্রোতে,অভিমানী মন ছটফটিয়ে মরে দশ বাই দশ ঘরের নিঃসঙ্গ নিভৃতে!
রোজ সকালে আ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম : সুখজাগানিয়া অনুরণন

কলমে : সোমা বসুমল্লিক

তারিখ :  ৪/৪/২০২১


বেশকিছুদিন হলো অহমিকার আগুণে জ্বলেপুড়ে তুমি হারিয়ে গেছো কল্লোলিনীর জনস্রোতে,

অভিমানী মন ছটফটিয়ে মরে দশ বাই দশ ঘরের 

নিঃসঙ্গ নিভৃতে!


রোজ সকালে আমার ঘুমচোখ খুলতো তোমার পাঠানো অনুভবি প্রভাতী শুভেচ্ছায়,

বেতালা বেসুরো কন্ঠে সারাদিন গুনগুনিয়ে ভাসতাম তোমার সোহাগী সরগমের ঝর্ণাধারায়!

তোমার ব্যারিটোন কন্ঠস্বরের জাদুতে অদ্ভুত মাদকতা ছিলো চাইলেও এড়াতে পারতামনা,

তোমার লেখনীর ছত্রে ছত্রে থাকতো খোয়াই নদীর তীরে বাঁশরিয়ার মূর্ছনা!


দুপুরের কাঠফাটা রোদ্দুরে গৃহস্থালি সামলিয়ে যখন ঘর্মাক্ত শরীরমনে বারান্দাবাগানে বসি,

অলির সঙ্গমসুখে আহ্লাদী কলিদের মুখের প্রতিচ্ছবিতে দেখি তোমারই মায়াবী হাসি!


ভেবেছিলাম হঠাৎ বর্ষা এলে তোমার হাত ধরে মনের সুখেতে ভিজবো,

নির্ঘুম রাতে তোমার কাঁধে মাথা রেখে শুকতারা সপ্তর্ষি মণ্ডল চিনবো!

ইচ্ছেডানায় উড়ে গিয়ে দিগন্তের শূণ্যতায় অপ্রাপ্তির দুঃখগুলো ভাসিয়ে দিয়ে আসবো,

জোনাকির ওম মেখে ঘাসফুলের শয্যায় মায়াবী জ্যোৎস্নাকে আশ মিটিয়ে ভালোবাসবো!


শহীদ মিনারের তলায় দুজনায় অঙ্গীকার করেছিলাম বিবেকের কথা শুনবো বলবো,

আজ তবেকি মিথ্যা আত্মাভিমানের সাথে মানবতা মূল্যবোধের সংঘাতে ভালোবাসা হারাবো?


গোধূলি বিকেলে আমার নিদারুণ নিঃসঙ্গতা দেখে যখন গুলমোহররা কানাকানি করে,

বাতাসীয়া স্বপ্নগুলো ঈশানকোণে উড়িয়ে মুখ লুকোই ভিনদেশী মেঘবালকের রূপকথা শরীরে!

জানি তুমি খুঁজে নিয়েছো অন্য কোনো নাম অন্য কোনো মন,

পারবেকি আটকাতে মনের গোপন হিয়ায় বেজে চলা সুখজাগানিয়া প্রেমের অনুরণন!


আমার এই খোলা চিঠি যখন পৌঁছাবে তোমার সুখী গৃহকোণের ডাকবাক্সে,

হয়তো তখন শুনবে পাগলিটা প্রিয়জনদের ছেড়ে পালিয়েছে না ফেরার দেশে!