Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক শহর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের নিয়ে বৈঠক জেলা সভাপতির

তমলুকঃ তমলুক বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন কুমার মহাপাত্র জয়লাভ করলেও তার মার্জিন খুব একটা বেশি ছিলো না। মাত্র ৮১৭ ভোট জয়লাভ করেন তিনি। তাঁর প্রাপ্ত ভোট ১০৭…

 


তমলুকঃ তমলুক বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন কুমার মহাপাত্র জয়লাভ করলেও তার মার্জিন খুব একটা বেশি ছিলো না। মাত্র ৮১৭ ভোট জয়লাভ করেন তিনি। তাঁর প্রাপ্ত ভোট ১০৭৪৪১। বিরোধী বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরার প্রাপ্ত ভোট ১০৬৬২৪। ভোট পরবর্তী সময়ে পর্যালোচনা করে দেখা গিয়েছে সৌমেন বাবু গ্রামীণ এলাকায় ভালো ফল করলেও পৌর এলাকায় পিছিয়ে। তমলুক পৌরসভার মোট ২০ টি ওয়ার্ড। তমলুক পুরসভা বিরোধী শূন্য অবস্থায় তৃণমূলের দখলে থাকলেও দেখা যাচ্ছে ২০ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৮ টি ওয়ার্ড থেকে খুব কম ভোট লিড পেয়েছে। কেন এমন হলো তা নিয়ে শনিবার বিকেলে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের আয়োজনে তমলুকের অভিনন্দন এসি হল ঘরে বৈঠক করা হয়। তমলুক পুরসভার কাউন্সিলরদের পাশাপাশি তমলুক শহর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তমলুক বিধানসভার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন কুমার মহাপাত্র এই ধরনের ফল হওয়ার কারন জানার চেস্টা করেন। বৈঠক শেষে তিনি জানান, তমলুক বিধানসভা ফলাফল নিয়ে মূল্যায়ন বৈঠকে দেখা গেলো তমলুক পুরসভা এলাকায় আমাদের লিড কম হয়েছে। তবে এই নয় যে সব সময় এই ফল হবে। আমরা মনে করছি সাময়িক কিছু একটা বিপর্যয় ঘটেছে। সেই জায়গাগুলি খুঁজে সুদরে নেওয়ার চেস্টা করছি। আগামীদিনে তমলুক পুরসভা তৃণমূল ভালো ফল করবে আর আমাদের দ্বারাই পরিচালিত হবে।।