Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টির সাহিত্য যাপনবিভাগ- কবিতাশিরোনাম-বঞ্চিত ওরাকলমে-স্বাগতা চ্যাটার্জীতারিখ-০১/০৫/২০২১
দু মুঠো ভাতের আশায়শৈশব আজ অসহায়!খেটে হোটেলের ফাইফরমাশবেলাশেষে মেলে দু মুঠো ভাত।পিছুটান একপাশে রেখেবঞ্চিত মায়ের আদর থেকে,রাতের আঁধারে চাটা…

 


সৃষ্টির সাহিত্য যাপন

বিভাগ- কবিতা

শিরোনাম-বঞ্চিত ওরা

কলমে-স্বাগতা চ্যাটার্জী

তারিখ-০১/০৫/২০২১


দু মুঠো ভাতের আশায়

শৈশব আজ অসহায়!

খেটে হোটেলের ফাইফরমাশ

বেলাশেষে মেলে দু মুঠো ভাত।

পিছুটান একপাশে রেখে

বঞ্চিত মায়ের আদর থেকে,

রাতের আঁধারে চাটাই বিছিয়ে

অঘোর ঘুমে শৈশব একা শুয়ে।

সারাদিনের হাড়ভাঙা খাটুনির ফল

সেই স্কুলছুট বাচ্চার দল

ঘরছাড়া আজ ছয় মাস

শৈশব আজ আজ্ঞাবহ দাস।

ডুকরে কাঁদে, মোচড় দেয় বুক

এ যে এক ভয়ানক অসুখ।

অন্নের সংস্থানের জন্য হায়!

কেন শৈশব এতো অসহায়?