Page Nav

HIDE

Post/Page

May 21, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:- পৃথিবীর প্রতিকলমে:- সুদীপ সাহাতারিখ:-২৮/০৪/২০২১
পৃথিবী, আজ তোমার কিসের অভিমানতুমি কি শুনতে পাওনা চারিদিকে শুধুই হাহাকার।
পৃথিবী,সবার ওষ্ঠাগত প্রাণফিরে পেতে চাই মুক্ত আকাশ, মুক্ত বাতাসসরল সবুজ প্রাণ।
পৃথি…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম:- পৃথিবীর প্রতি

কলমে:- সুদীপ সাহা

তারিখ:-২৮/০৪/২০২১


পৃথিবী, আজ তোমার কিসের অভিমান

তুমি কি শুনতে পাওনা চারিদিকে 

শুধুই হাহাকার।


পৃথিবী,সবার ওষ্ঠাগত প্রাণ

ফিরে পেতে চাই মুক্ত আকাশ, মুক্ত বাতাস

সরল সবুজ প্রাণ।


পৃথিবী, রুদ্ধ মোদের শ্বাস

চারিদিকে কেন কানে ভেসে আসে

স্বজন হারানোর আর্তনাদ।


পৃথিবী, তোমার কিসের প্রতিশোধ

মাতৃস্নেহ তাই খুব প্রয়োজন

জানিনা কেন এই দুর্ভোগ।


পৃথিবী, মানুষ হয়েছে বড় অসহায়

বাঁচার পথ খুঁজে মরে সকল

তবু জীবন বাঁচানো হয়েছে সংশয়।


পৃথিবী, রক্ষা করো সবারে

গরল পানে সবাই কেঁদে মরে হায়

মানুষ তাই খুঁজে ফিরে অমৃত যদি পায়।