Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা ঃবেদনার কালিতে খোলা চিঠি কবি ঃগোলাপ মাহমুদ সৌরভ তারিখ ঃ২২/০৫/২০২১
আজ মনের বারান্দায় জমে থাকা কষ্ট গুলো বেদনার কালিতে খোলা চিঠি করবো প্রকাশ, উড়ো চিঠি পাঠিয়ে দেবো তোমার নীল ঠিকানা একটু স্বস্তি ফিরে আসুক ভাল…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা ঃবেদনার কালিতে খোলা চিঠি 

কবি ঃগোলাপ মাহমুদ সৌরভ 

তারিখ ঃ২২/০৫/২০২১


আজ মনের বারান্দায় জমে থাকা কষ্ট গুলো 

বেদনার কালিতে খোলা চিঠি করবো প্রকাশ, 

উড়ো চিঠি পাঠিয়ে দেবো তোমার নীল ঠিকানা 

একটু স্বস্তি ফিরে আসুক ভালোবাসার বহিঃপ্রকাশ। 


আর কতোদিন কষ্ট পুঁজি করে একা পথ চলবো

নিরব নিস্তব্ধতা আমি চাপা কান্না ধরে রাখবো, 

আবেগের বসতি হয়ে ভালোবেসেছিলে আমায়

 সবটুকু ভালোবাসা দিয়ে চেয়েছিলাম তোমায়। 


আজও আমার স্মৃতির পাতায় তোমার বসতি 

তুমি পড়বে খোলা চিঠিতে লেখা মনের আকুতি, 

অশ্রু সিক্ত নয়নে তুমি দিয়েছিলে আমায় প্রতিশ্রুতি 

স্বার্থপরের মতো তোমার ভালোবাসার অসংগতি। 


বেদনার নীল কালো ছায়া আমায় করেছে গ্রাস 

ভালোবাসার আবেগে একদিন হয়েছিলাম উল্লাস, 

আমি বুঝতে পারিনি তুমি আমার করবে সর্বনাশ 

তুমি কাচের মতো ভেঙেছো আমার সকল বিশ্বাস। 


মিথ্যে ভালোবাসার এক পরাজিত সৈনিক তুমি 

তুমিহীন পরিপূর্ণ কষ্টের ফেরিওয়ালা আমি, 

চোখের জল কালি করে লিখে দিলাম তোমায়

অনন্ত সুখে থেকো তুমি ভুলে থেকো আমায়।