Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।শিরোনাম - "সমুদ্র সৈকতে"কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) তারিখ /২২/৫/২০২১ চলো না বেড়িয়ে আসি সমুদ্রের তীরে,কতো কথা বলবো তোমায় জমা আছে অন্তরে---বহুদিন ঘরে বন্দি, জীবন খোঁজে সমুদ্রের চরে যেতে ,কেমন করে যাবো …

 


সৃষ্টি সাহিত্য যাপন।

শিরোনাম - "সমুদ্র সৈকতে"

কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) 

তারিখ /২২/৫/২০২১ 

চলো না বেড়িয়ে আসি সমুদ্রের তীরে,

কতো কথা বলবো তোমায় জমা আছে অন্তরে---

বহুদিন ঘরে বন্দি, জীবন খোঁজে সমুদ্রের চরে যেতে ,

কেমন করে যাবো আমরা দুজনে, 

পায়ে যে বেড়ি পরেছি কারণে অকারণে !


দিনের শেষে ক্লান্ত শরীরে আলতো ছোঁয়া পেলে----

সব ক্লান্তি দূর হয়ে যায় তোমায় কাছে পেলে।

নির্বাক চোখে তাকিয়ে থাকি তোমার পথ চেয়ে,

একটুখানি পরশ পাবো বলে - - - - - - 

চিন্তায় থাকে অবিরত এই মন। 


স্বপ্নের তরী ভাসিয়ে নিয়ে বালুচরে যখন তুমি এলে, 

ঢেউ গুলো সব এলোমেলো জোয়ার আসছে বলে

আনন্দেতে আত্মহারা খুশির জোয়ারে মিশে ।

কতো খেলা হলো সারা বিকেল থেকে সন্ধ্যার শেষে,

খেলতে খেলতে অন্ধকার নেমে এলো ধরনীতে ।


স্বপ্নভাঙা দুচোখ মেলে দেখতে পেলাম দূর আকাশে 

স্বপ্নেরা বালুচরে কেমন করে খেলা করে। 

স্বপ্নের মধ্যে ছিলাম যখন মন খোঁজে তোমাকেই, 

স্বপ্ন যখন ভেঙ্গে গেল তরঙ্গের ঢেউ মিলিয়ে গেল। 

বালুচরে উন্মাদ হয়ে মন শুধু তোমাকেই খুঁজে গেল ।

🤜🤛❤️❤️মিষ্টি ❤️❤️🤜🤛©️