Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

11/10/2020.
সৃষ্টি সাহিত্য যাপন কবিতা ----- মেঘাছন্ন আকাশ    কলমে ---   সুর্বণা ভাদুড়ী 
দুঃখকে বার বার বিদায় জানাই সে ততোই আমাকে ভালোবেসে কাছে টানে কানে -কানে বলে তার এক কাটানো প্রহরের কথা, ঝলমলে আলোক রশ্মির মাঝে দেখতে পায় ফেলে আসা…





11/10/2020.

সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা ----- মেঘাছন্ন আকাশ 

   কলমে ---   সুর্বণা ভাদুড়ী 


দুঃখকে বার বার বিদায় জানাই 

সে ততোই আমাকে ভালোবেসে 

কাছে টানে কানে -কানে বলে 

তার এক কাটানো প্রহরের কথা, 

ঝলমলে আলোক রশ্মির মাঝে 

দেখতে পায় ফেলে আসা গল্প । 

কৈশোরের সেই বাড়ন্ত যৌবন 

ফুটে ছিলো তার পদ্মের মতো 

পাপড়ি মেলে, 

হয়েছিল স্নিগ্ধতা থেকে গোলাপি 

 পদ্মের হৃদয় । 

কৈশোর ছেড়ে নব যৌবনে পা,দিতেই 

সে নতুন রূপে অবতীর্ণ হয় 

গোলাপি খোলস ছেড়ে 

কৃষ্ণচূড়ার মতো লালে - লাল হয় 

ভরে যায় জীবন সীমাহীন ভালবাসায়। 

তারপর তো এলো বাধ্যক 

রঙিন বসন্ত গুলো ঝরে যেতে থাকে 

বহু ভালোবাসার গোলাপি, 

লালা রং,ধূসর বর্ণে রূপান্তরিত হয়। 

কাটানো রঙিন জীবন বা কোন 

প্রহর হারিয়ে যায় দুঃখের কাল গহ্বরে 

সেখানে সৃষ্টি হয় এক নতুন 

 দুঃখের সমুদ্র। 

সেই সমুদ্র আজ আমায় আলিঙ্গন 

করে গেলো, 

ভালোবেসে বলে গেল কানে - কানে 

তার কাটানো এক প্রহরের কথা ।। 


11/10/2020.