Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #নন্দিনী_কর#ভালোবাসা_21
হয়তো আবার সূর্য উঠবে অতিমারীর শেষেহয়তো আবার উচ্ছ্বলতায় প্রকৃতি উঠবে হেসে।হয়তো মানুষ শুধরে নেবে নিজেদের ভুল দোষমানবিকতা মাথা তুলবেই, থাকবেনা গণরোষ।
হয়তো এমন দিন আসবেই পৃথিবী ভুলবে সব…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#নন্দিনী_কর

#ভালোবাসা_21


হয়তো আবার সূর্য উঠবে অতিমারীর শেষে

হয়তো আবার উচ্ছ্বলতায় প্রকৃতি উঠবে হেসে।

হয়তো মানুষ শুধরে নেবে নিজেদের ভুল দোষ

মানবিকতা মাথা তুলবেই, থাকবেনা গণরোষ।


হয়তো এমন দিন আসবেই পৃথিবী ভুলবে সব

শত্রুতা ভুলে হাসিমুখে হবে জীবনের কলরব।

হয়তো সেদিন রামের বিপদে রহিম বাড়াবে হাত

রফিকের প্রাণ বাঁচাতে রঘু পাতে তুলে দেবে ভাত।


জানি না সেদিন কতো দূরে আছে, কবে পাবো তার দেখা

তার আগে যদি নাই বাঁচি আর, সেকারণে লিখে রাখা।

ইতিহাসে লেখা থাকবে তা জানি হিসেবটা গোলমেলে

বহু প্রজন্ম পরেও মানুষ ভুলবে না হেসে খেলে।


চুপিচুপি বলি আমিও ভেবেছি প্রতিশোধ নেবো ঘোর

সেই জন্যই তৈরি করেছি ভাইরাস, মহা চোর!

দেখবো কেমন অনুভূতি জাগে ছারখার হলে বিশ্ব

শয়তান নাকি ভগবান? আমি কোন জনের হবো শিষ্য?


ক্ষমতার লোভ? অর্থপিপাসা? নাকি ধ্বংসের লীলা?

কোনটা প্রবল দেখবো বলেই ধনুকে পরাই ছিলা।

সযত্নে রেখো সকলের মনে বাঁচিয়ে সে ভাইরাস

প্রতিদিন তাকে সঙ্গোপনে নিতে দিও প্রশ্বাস।


তোমার গোকুলে বেড়ে প্রতি পলে হোক সে ক্ষমতাশালী

সন্তর্পনে ফরম্যালিনে ডুবিয়ে রেখো গো খালি।

সময় আসলে সুযোগমতো ছেড়ে দিও তাকে ভীড়ে

তারপর দেখো ফুসফুস দু'টো কিকরে সে খায় ছিঁড়ে!


প্রতিশোধ নিতে তখন তুমিও হেসে উঠো 'হা হা' করে

রাষ্ট্রনায়ক বনবে ঠাণ্ডা আরামদায়ক ঘরে।

জানতে না পারে আগে কেউ যেন ষড়যন্ত্রের কথা

হাজার দশক শতক বুঝুক একবিংশের ব্যথা।


এখনও চিনতে পারোনি ব্যাটাকে? ভয়ে‌ই মরছো দূরে

আসল কথাটা শুনলে কিন্তু প্রাণপাখি যাবে উড়ে।

ভ্যাক্সিন তার নেই কোনো কিছু আমায় দিও না দোষ

মৃত্যু এখন শিয়রেতে বসে, করবো না আফশোস।


তোমাদের হাতে দায়িত্ব তাই দিলাম ভরসা করে

সময়মতোই জীবাণুগুলোকে ছেড়ে দিও চরাচরে।

প্রতিষেধকের দরকার নেই, প্রাণ কেড়ে নেওয়া লক্ষ্য

ভাবছো এখনও গালে হাত দিয়ে, কাঁপছে যে ভীরু বক্ষ।


অক্সিজেন তো বোঝেনা বিভেদ প্রার্থনা আর নামাজে,

মৃত্যুর আগে দেখে ভালো লাগে ক'জনা এখনও সমাজে

ছোটাছুটি করে তাজা প্রাণগুলো বাঁচাতে অচেনা রক্ত

ওদের দেখেই অনুপ্রাণিত, যদিও জানি এ শক্ত।


নেই যে সময় হাতে আর বেশি বলে যাই এইবেলা

একটি শিশুর বুকেতে ঢোকাতে কোরো নাতো অবহেলা।

এইটুকুতেই কাজ হয়ে যাবে একদম কথা সত্যি

সংক্রমণের মাত্রা ঠেকাতে পারবে না এক রত্তি।


শেষ হতে দাও ঘুণে ভরা এই প্রজন্মটাকে একদম

নতুন সূর্যে আলোকিত হোক নতুন সমাজে প্রাণ মন।

ঈশ্বরকে ঘুম থেকে উঠে হাতে নিতে বলো খাতা পেন,

বুকে ল্যাব খুলে বানিয়ে ফেলুক ভাইরাসবাহী নিউ জেন।


ছোট্ট একটা ড্রপলেট দেখো ম্যাজিক ঘটাবে কতটা

জ্ঞান দিও নাতো, ভালো লাগে নাকি তোমাদের এই সততা!

অযুত বছর পরে মানুষ বুঝবে কী ছিল এর দাম!

এই দেখো! আহা বলাই হয়নি, "ভালোবাসা" তার প্রিয় নাম।।


#কপিরাইট_প্রোটেক্টেড

©️ Nandinee Kar