Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা-  বদলে যাওয়া ক্ষণে কলমে-  ড. ফেরদৌসী বেগমরাজশাহী/ ২৮.০৪.২০২১
এই মাটিটা বদলে গেছেএখানে  একটিও সবুজ বৃক্ষ নাই কত যুগ বৃষ্টি হয় নাকত দিন  চাষী  মাটি কর্ষন করে নাএটি এখন বিরান ভূমি অতিমারীতে জনশূণ্য।এখানকার বা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা-  বদলে যাওয়া ক্ষণে 

কলমে-  ড. ফেরদৌসী বেগম

রাজশাহী/ ২৮.০৪.২০২১


এই মাটিটা বদলে গেছে

এখানে  একটিও সবুজ বৃক্ষ নাই 

কত যুগ বৃষ্টি হয় না

কত দিন  চাষী  মাটি কর্ষন করে না

এটি এখন বিরান ভূমি 

অতিমারীতে জনশূণ্য।

এখানকার বাতাস  

স্বজন হারানো শোকে প্রকম্পিত,

বাতাস পড়েছে রুদ্রাক্ষীর মালা

তবুও রক্ষা নাই।

কাল সারারাত খুঁজেও

 একটি মানব সন্তান পাওয়া যায় নাই,

কে লইবে  ভার?

হাসপাতালে   ঠাঁই নাই

করিডোর, রাস্তা, ফুটপাত শুধু লাশ আর লাশ

শহর জুড়ে লাশের মিছিল

কবর স্হানেও ঠাঁই নাই।

পানিতে শোকের ছায়া -  রক্ত লাল 

মাটি, পানি, বাতাস বলো, সমস্বরে বলো

প্রকৃতি বলো-

হে বিধাতা আর কত! আর কত! 

ফিরিয়ে দাও জনপদ

আমরা একাকী, বোধশূণ্য, 

শাস্তির প্রহর শেষ হোক

চক্ষু উম্মেলিত করো, ক্ষমা করো। 

জীবানুরা হেরে যাক, মানুষ জিতে যাক

পৃথিবী আবার আগের হোক।