Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
কবিতা: ঝড়া পাতা কলমে : সুমিত কুমার আচার্য্য তারিখ: ৩০|০৪|২০২১
দূরের ঐ চেরি গাছটি থেকে আজ পাতা ঝড়ছে ;কিন্তু আজ তা অন্য রকম ;বিক্ষিপ্ত হয়ে উড়ে পড়ছে, আনাচে কানাচে তীরের মতন।চেয়ে দেখতাম রোজই জলও দিতাম কাননে ;কিন…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


কবিতা: ঝড়া পাতা 

কলমে : সুমিত কুমার আচার্য্য 

তারিখ: ৩০|০৪|২০২১


দূরের ঐ চেরি গাছটি থেকে আজ পাতা ঝড়ছে ;

কিন্তু আজ তা অন্য রকম ;

বিক্ষিপ্ত হয়ে উড়ে পড়ছে, আনাচে কানাচে তীরের মতন।

চেয়ে দেখতাম রোজই জলও দিতাম কাননে ;

কিন্তু আজ কেন শুকিয়ে পড়ছে -- আছে কী ব্যাথা মননে ।

দিনের কোলে দিন ঢলে পড়ে 

মুমূর্ষু তার পাতা ;

কোথায় এখন পাব যে ওষুধ ,

বুঝবে কী মর্ম ব্যাথা।

সবুজ সবুজে শুকিয়ে পড়ে

লাল কালোতে শেষ;

প্রাণবায়ু তুমি দাও হে প্রভু

সজীবতায় একি ক্ষেদ।