Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

. সৃষ্টি সাহিত্য যাপান  
শিরোনাম                       পরবাসী  
আমি পথভ্রান্ত  , নিজ গৃহে পরবাসী  জীবন নামক রঙ্গমঞ্চের আবর্তে ভাসি,স্নেহ ভালোবাসা, সে নাকি নারীর গয়না  অপমান ,অপবাদ সে নারী তোমার পাওনা  অগ্নিপরীক্ষা ,সহনশীলতা,পতিব্র…

 


. সৃষ্টি সাহিত্য যাপান  


শিরোনাম 

                      পরবাসী  


আমি পথভ্রান্ত  , নিজ গৃহে পরবাসী  

জীবন নামক রঙ্গমঞ্চের আবর্তে ভাসি,

স্নেহ ভালোবাসা, সে নাকি নারীর গয়না  

অপমান ,অপবাদ সে নারী তোমার পাওনা  

অগ্নিপরীক্ষা ,সহনশীলতা,পতিব্রতা সহানুভূতি

কন্যা, স্ত্রী ,জননী সেবিকা,নারী তোর পরিচিতি  

কেন্দ্রস্থলে নারী,সংসার আজীবন ভালোবাসা  

তারই পরিপ্রেক্ষিতে,নারী তোর ধরণিতে আসা ;.

আপনা ভেবছো যারে,অকস্মাৎ যায় বহু দূরে

কর্তব্য তরে মমতার ডুরে সদা বাঁধাথাকা নীড়ে;

কে তুমি নারী ? পরিচয়ে রংপাল্টে ধাপে-ধাপে  

মাতা-পিতার,স্বামীর ও সন্তানের মহিমা রূপে  ;

নারী তুমি তিমিরে ছিলে,আজও সেই তিমিরে 

এ কেমন বৈষম্য বিধাতা? নারী রচিবার তরে॥

               ✍ রিংকু পাল চৌধুরী

                          30/4/21