সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : সেই তোমারই জন্যেকলমে : শক্তিপদ ঘোষতারিখ : ২১ , ০৫ , ২০২১
সত্যি যদিও খুব এবং সুনিশ্চয় তুমি কেবলই শব্দনিচয় ,তবু তোমায় যে নামে জানি আমিজানেও অন্য লোকে ,সেই তুমি কবিতা আমার--কবিতা সবার ,বন্…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা : সেই তোমারই জন্যে
কলমে : শক্তিপদ ঘোষ
তারিখ : ২১ , ০৫ , ২০২১
সত্যি যদিও খুব এবং সুনিশ্চয়
তুমি কেবলই শব্দনিচয় ,
তবু তোমায় যে নামে জানি আমি
জানেও অন্য লোকে ,
সেই তুমি কবিতা আমার--কবিতা সবার ,
বন্দিতা বিশ্বলোকে ।
নামের আড়ালে জানি নামাতীত তুমি
অধরা আবেশ তুমি , সৌরভ অধরা ;
তুমি আকাশ-বাতাস নদী-সমুদ্র ,
পাহাড়-অরণ্য ফুল-পাখি হরিৎ ক্ষেত্র
মৌসুমী মেঘ--দীর্রঘমেয়াদী খরা ।
পৃথিবীর যত গান আছে--যত সুর আছে ,
তোমার বীণার ঝংকারে সব নাচে ।
না-বলা যত কথা আছে--কথা থাকে ,
সবই ঝর্ণা হয়ে চপল পায়ে
উপল থেকে ঝাঁপায় উপল উপরে ;
উপল-পথে নাচতে নাচতে শেষাবধি
মেলে গিয়ে সাগরে ।
পৃথিবীর যত ফুল আছে
ফুলের যত সুবাস আছে
যত আনন্দ--যত কান্না আছে বুকে ,
সব উতল হাওয়া হার না-মানা সুখে ।
পৃথিবীর যত গরল আছে ,
তোমার একটু পরশপাতে
মুহূর্তে পলকে উবে যায় সব ;
তুমি ঝিঁ-ঝিঁ রাতের নীরবতা ,
নদী-সাগরে বান-ডাকা হৈ হৈ কলরব ।
তোমার কথার শব্দ-শরে
যত অগ্নি আছে--নিত্য যত অগ্নি ঝরে ,
সেই অগ্নিশর-ই বন্দিশালায় অগ্নি জ্বালায় ।
লক্ষ কোটি রম্ভা ও উর্বশী
সহজেই হার মানে তোমার অঙ্গশোভায় ;
তোমার মন্ত্র-মায়া ও প্রাণ-সুরভি
পুতুল খেলার পুতুলের মতো বিশ্বভুবন নাচায় ।
তোমার নূপুর-বাজা চরণতলে
মন-অরণ্য ছাই হয় দাবানলে ;
তোমার কথার মেঘ-পাহাড় বর্ষাধারায়
আমার বিনিদ্র সব রাত্রি ভাসায় ।
তোমার কথার শব্দ-হরিণ
নিজে ছুটে ছোটায় সবে চিরটাদিন ।
তুমি স্তব্ধ শ্মশান--চুপ সমাধি--আগুনে মরুভূমি ,
শান্তিও তুমি--স্বস্তিও তুমি ;
তোমার চলার তালে যে ছন্দ লাগে ,
মৃত্যুকে তায় তুচ্ছ করে
মনে বাঁচার ভীষণ ইচ্ছা জাগে ।
তুমি ফুল তুমি মালঞ্চ--তুমি আকাশভরা তারা ,
আঁধার পথে বর্তিকা তুমি--তোমাতেই দিশাহারা ।
সেই তুমি কবিতা আমার ,
নদীর এপার আমি--তুমি সেই পার ;
তোমার গভীরে গোপন আছে জানি
সাত পৃথিবীর রত্ন-ভাঁড়ার ।
তার কণাটুকুর খোঁজ পেলে ,
ভেঙে সকল বন্ধ দুয়ার ছুটবে যে কেউ
সুখের মুখে অগ্নি জ্বেলে ।
সেই তোমারই জন্যে
সাগর-কিনারে ঘর ফেলে বাসা বাঁধতে পারি
ঝাউয়ের অরণ্যে ।
ভাঙতে পারি মরু ও দুর্গম গিরিপথ ,
আঁধার-সিন্ধু পাড়ি দিতে পারি অক্লেশে ;
আমি হারিয়েও যেতে পারি হঠাৎই জন-অরণ্যে সেই তোমারই জন্যে ।
----------------------------------------------------------------