Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম - আলো দাও কলমে - ঝুমা মল্লিক ৪।৫।২০২১
“বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়”
শুনতে পাও ,তুমি কি শুনতে পাও? চোখের জলে ভেসে যায় দেশ কিংবা দেশের নদী। তুমিতো আমার প্রাণের কবি। তোমাকে জানাই ,শুধু তোমাকে জা…


শিরোনাম - আলো দাও

কলমে - ঝুমা মল্লিক
৪।৫।২০২১

“বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়”

শুনতে পাও ,তুমি কি শুনতে পাও?
চোখের জলে ভেসে যায় দেশ কিংবা দেশের নদী।
তুমিতো আমার প্রাণের কবি।
তোমাকে জানাই ,শুধু তোমাকে জানাই।
দুঃখ ,বড় দুঃখে আজ মানুষ।
মৃত্যু মিছিলে কেউ নেই।
শুধু মৃত মানুষ ।

অন্ধ ওরা ,
অন্ধকারে ডুবে যায় প্রজা।
রাজা ঘুমায়, ঘুমায় রাজা।
অন্যায়-অবিচার ,কোথায় পাবো সঠিক বিচার ?
তুমি তো চেয়েছিলে,দিয়েছিলে এক আকাশ।
তবু ভেঙে,ভেঙে যায় প্রতিবাদী মেঘ।
ধর্মে নয় ,কর্মে বেঁধেছিলে হাত।
সেই হা আজ শিথিল ।
ক্লান্ত ,বড় ক্লান্ত আজ পথিক।
সঠিক পথ দেখাও ।
অন্ধকার ,শুধুই অন্ধকার চারিধারে।
তুমি কি বলতে পারো ?
কোথায় গেলে পাবো আলোর খোঁজ।