Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন, বুক ভরা প্রেমকলমে, কৃষ্ণা গুহ04,05,2021
নীরবে নিভৃতে যদি একবুক প্রেম এসে দানা বাঁধে, মন গভীরে,তুমি কি পারবে পরতে,পরতে ভালোবাসার খোলস ছাড়াতে!!যদি বিষণ্নতায় ভরে ওঠে মন,বিবসনা আমার আমিকে চাঁদের জোছনায় ভরিয়ে দিতে …

 


সৃষ্টি সাহিত্য যাপন,

 বুক ভরা প্রেম

কলমে, কৃষ্ণা গুহ

04,05,2021


নীরবে নিভৃতে যদি একবুক প্রেম এসে দানা বাঁধে, মন গভীরে,

তুমি কি পারবে পরতে,পরতে ভালোবাসার খোলস ছাড়াতে!!

যদি বিষণ্নতায় ভরে ওঠে মন,

বিবসনা আমার আমিকে চাঁদের জোছনায় ভরিয়ে দিতে পারবে ,

অবলীলায় ভালোবেসে??

অনন্ত কাল ধরে চেয়ে আছে চাঁদ!!

কখনো একফালি ঈদের

কখনো রজত থালায় কোজাগরে।


মাঝে মাঝেই হয় বিষাদে কালো 

আবার কখনো ঝলমল 

  আলো!!

বিষাদ ভরা মন ভরিয়ে দাও আলোয় আলোয়।


মনের বীণার তারে সুর বেঁধে দাও সুর ঝংকারে।


সোহাগী চাদর জড়িয়ে সুখের দেশে আবেগে ভেসে বেড়াবো এক বুক প্রেম নিয়ে ,

ফুলের সৌরভ আর নব সূর্যোদয়ের অপেক্ষায়।