Page Nav

HIDE

Post/Page

May 29, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনামঃ-পঁচিশে বৈশাখকলমে-গৌরীশংকর মাইতিতারিখ-০৫.০৫.২১
পঁচিশে বৈশাখ আসেনবরূপে নূতন বছরে;তপ্ত বৈশাখ মাসেপ্রতি বাঙালির ঘরে ঘরে।
পঁচিশে বৈশাখ আসেকালবৈশাখী ঝড়ে;পুরানো ধূলো-ময়লা ধুয়ে মুছে সাফ-সুতরে।
পঁচিশে বৈশাখ আসেনব উৎসাহে উদ্দিপনায…

 


শিরোনামঃ-পঁচিশে বৈশাখ

কলমে-গৌরীশংকর মাইতি

তারিখ-০৫.০৫.২১


পঁচিশে বৈশাখ আসে

নবরূপে নূতন বছরে;

তপ্ত বৈশাখ মাসে

প্রতি বাঙালির ঘরে ঘরে।


পঁচিশে বৈশাখ আসে

কালবৈশাখী ঝড়ে;

পুরানো ধূলো-ময়লা 

ধুয়ে মুছে সাফ-সুতরে।


পঁচিশে বৈশাখ আসে

নব উৎসাহে উদ্দিপনায়;

নব আশা আকাঙ্খায়

প্রতি বাঙালির মনের কোণায়।


পঁচিশে বৈশাখ আসে

কান্না হাসির গানে গানে;

গ্রীষ্মের খরতাপে

প্রেম বিরহের মধুর তানে।


পঁচিশে বৈশাখ আসে

নব প্রেরণায় বাঁচার মন্ত্রে;

নব প্রকৃতির ছবির টানে

প্রতি বাঙালির হৃদয় তন্ত্রে।


পঁচিশে বৈশাখ আসে

জুঁই টগরের ফুলের মেলায়;

আকাশে বাতাসে মাটিতে

আম কাঁঠালের গন্ধ বেলায়।


পঁচিশে বৈশাখ আসে

পাখি পাখালির কলকূজনে;

নব কলেবরে নব কলরবে

প্রতি বাঙালির মনের কোণে।


পঁচিশে বৈশাখ আসে

ফুল চন্দন ধূপের গন্ধে;

স্কুলে কলেজে ক্লাবে ক্লাবে

গল্প গানে ছন্দে ছন্দে।