Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের সেচ দপ্তরে ডেপুটেশন।

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট


কোলাঘাট দেনান থেকে পীরতলা হযে লক্ষী ভবন পর্যন্ত নদী বাঁধ উঁচু করে নির্মাণ, গার্ডওয়াল দিয়ে স্থায়ীভাবে ফি বছরের জলোচ্ছ্বাসের সমাধান এবং খড়িচকের সামনে যে সুইলিসের নিচের অংশ ভেঙে গিয়েছে তা মের…

 






বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট




কোলাঘাট দেনান থেকে পীরতলা হযে লক্ষী ভবন পর্যন্ত নদী বাঁধ উঁচু করে নির্মাণ, গার্ডওয়াল দিয়ে স্থায়ীভাবে ফি বছরের জলোচ্ছ্বাসের সমাধান এবং খড়িচকের সামনে যে সুইলিসের নিচের অংশ ভেঙে গিয়েছে তা মেরামতের দাবিতে মেদিনীপুর জেলা বন্যা খরা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সোমবার সেচ দপ্তরের পাঁশকুড়া 1 সাব ডিভিশনাল এসডিও অভিনব মজুমদার এর নিকট স্মারকলিপি পেশ করা হল। প্রতিনিধি দলে ছিলেন নারায়ণচন্দ্র নায়েক , শংকর মালাকার, গণেশ হুতাইত, উত্তম মাইতি প্রমূখ নেতৃত্ব। শ্রী মজুমদার এক সাক্ষাৎকারে বলেন যে বিষয়গুলি দেওয়া হয়েছে তা বিবেচনার সঙ্গে দেখা হবে।