Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘূর্ণিঝড় পরবর্তী জেলা প্রশাসনের কর্তারা। সেই বৈঠকে

ঘূর্ণিঝড় ইয়াশ  পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমনের আগে বৃহস্পতিবার  ওল্ড দিঘার সরকারী অতিথিশালা" দীঘি" তে প্রশাসনিক বৈঠক করেন জেলা প…

 


ঘূর্ণিঝড় ইয়াশ  পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমনের আগে বৃহস্পতিবার  ওল্ড দিঘার সরকারী অতিথিশালা" দীঘি" তে প্রশাসনিক বৈঠক করেন জেলা প্রশাসনের কর্তারা। সেই বৈঠকে  জেলাশাসক  পূর্নেন্দু মাজী,  জেলা পুলিশ সুপার কে অমরনাথ সহ জেলা বিভিন্ন পদাধিকারীরা। বৈঠক শেষে জেলাশাসক পূর্নেন্দু মাজী জানান, জেলার ২৫ টি ব্লকই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে রামনগর -১/২,খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল কোলাঘাট   সব থেকে বেশি ক্ষতিগ্রত। জেলায় প্রায় দশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয় থেকে প্রায় পাঁচ লক্ষ মানুষকে উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড় যশের ফলে  রাজ্যের মূলত তিনটি জেলা পূর্ব মেদিনীপুর  ঝাড়্গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্ত  এলাকা পরিদর্শনে করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।