Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আংশিক লকডাউন না মানায় আটক করল তমলুক থানার পুলিশ

আংশিক লকডাউন না মানায় বুধবার 20 জনকে আটক করল তমলুক থানার পুলিশ। বারবার সতর্ক করে লাভ হয়নি। এ বার আটক করা হল করোনা সুরক্ষা বিধি লঙ্ঘনকারীদের। সারা দেশের পাশাপাশি রাজ্য এবং জেলাতেও করোনা আক্রান্ত কারীদের সংখ্যা যেভাবে দিনে দিনে ব…

 

আংশিক লকডাউন না মানায় বুধবার 20 জনকে আটক করল তমলুক থানার পুলিশ।

 বারবার সতর্ক করে লাভ হয়নি। এ বার আটক করা হল করোনা সুরক্ষা বিধি লঙ্ঘনকারীদের। সারা দেশের পাশাপাশি রাজ্য এবং জেলাতেও করোনা আক্রান্ত কারীদের সংখ্যা যেভাবে দিনে দিনে বাড়ছে চিন্তায় পড়েছেন চিকিৎসক থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীরা। কিন্তু এরপরেও হুশ ফিরেছে না দোকানদারদের। রাজ্য সরকারের 11 তারিখের বুলেটিন অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলাতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 34798। শেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 893 জন। সুস্থ রোগীর সংখ্যা 29401। এবং শেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 707 জন। এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুরে মৃত্যুর সংখ্যা 305জন। এবং এই মুহূর্তে চিকিৎসাধীন 5093 জন। এর পর বেশ কিছু দোকানদারদের বারবার সতর্ক করার পরেও আংশিক লকডাউন এর নিয়ম না মানায় বুধবার সকালে তমলুকের বিভিন্ন এলাকা থেকে প্রায় কুড়ি জনকে আটক করে তমলুক থানার পুলিশ। রাজ্যে যে ভাবে করোনা সংক্রমণ বাড়ছে, হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না, তাতে নিজেরা সতর্ক না হলে পরিস্থিতি আরও খারাপ দিকে এগোবে। সে কথা মাথায় রেখেই এই অভিযান।’’